কাউন্টারে আর নয় অপেক্ষা, ঘরে বসেই ৫ ওয়েবসাইটে কিনুন বাস-ট্রেনের ঈদের টিকেট

image source-http://cns24news.com/
image source-http://cns24news.com/

(টিকেট সংক্রান্ত যেকোন সিদ্ধান্ত ও তথ্যের দায়ভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। বাংলাহাব.নেট শুধু পাঠকদের উপকারার্থে এ লেখাটি প্রকাশ করেছে। এর দ্বারা এ ওয়েবসাইটগুলোকে প্রচার করার কোন উদ্দেশ্য নেই।) 

শেষ হয়ে আসছে পবিত্র রমযান মাস। চলছে শেষ মূহুর্তের কেনা-কাটা। ব্যস্ত নগর ছেড়ে সবাই ফিরবে নাড়ির টানে, আপনজনের কাছে। আজ  থেকে শুরু হয়েছে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রি।  পাওয়া যাবে ট্রেনের অগ্রিম টিকিট।  ইতোমধ্যেই কাউন্টারগুলোতে বেশ ভীড় দেখা যাচ্ছে। কাউন্টারে যেতে না চাইলে বাস বা ট্রেনের টিকিট কিনতে পারেন অনলাইনে, ঘরে বসেই।

১। ট্রেনের টিকেট কাটুন ই-সেবার মাধ্যমে

বাংলাদেশ রেলওয়ে নিয়ন্ত্রিত এ ওয়েবসাইটে ফ্রি রেজিস্ট্রেশন করতে পারবেন। এরপর যাত্রা সংক্রান্ত বিভিন্ন তথ্য যেমন যাত্রার তারিখ, কোন স্টেশন থেকে ট্রেনে উঠবেন ও কোথায় গিয়ে নামবেন, ট্রেনের নাম, ক্লাস, কয়জন যাবেন- এসব তথ্য পূরণ করবেন। এরপর টিকেট আছে কিনা সার্চ দেবেন। যদি টিকেট থাকে, তবে ব্র্যাক ব্যাংক বা ডাচ-বাংলা-ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে আপনি টিকিট কিনতে পারবেন। ট্রাঞ্জেকশন সম্পন্ন হলে আপনার দেয়া ই-মেইল এড্রেসে একটি কনফার্মেশন মেসেজ যাবে যাতে ই-টিকেট নম্বর ও যে নম্বর দিয়ে শুরুতে রেজিস্ট্রেশন করেছেন তার উল্লেখ থাকবে। যাত্রার দিন সেই ই-টিকেট নম্বর ও মোবাইল নম্বর স্টেশনের মোবাইল/ ই-টিকেট কাউন্টারে দেখিয়ে প্রিন্ট করা টিকেট সংগ্রহ করতে পারবেন।

২। কিউ-পে

সেমিকন প্রাইভেট লিমিটেডের একটি উদ্যোগ কিউ-পে। জাতীয় ও আন্তর্জাতিক রুটে চলাচলকারী বাসের টিকেট পাবেন এ সাইটে। এর জন্য শুরুতে আপনাকে রেজিস্ট্রেশন করে সাইটে আই ডি খুলতে হবে। আই ডি ওপেন হলে আপনাকে লগ ইন করতে হবে। ঈগল, হানিফ, কে লাইন, শ্যামলি, শাহজাদপুর, টি আর ট্রাভেল এর টিকেট পাবেন এ সাইটের মাধ্যমে। পেমেন্টের ক্ষেত্রে কিউ-পে ব্যবহার করছে Dutch Bangla Bank’s Payment Gateway, Brac Bank Payment Gateway এবং UCash Merchant Payment Gateway এবং আপনি ভিসা, মাস্টার কার্ড, ডিবিবিএল নেক্সাস কার্ড এবং ইউ-ক্যাশ ব্যবহার করে টিকেটের টাকা প্রদান করতে পারবেন।

৩। বিডি টিকেটস.কম

এ সাইটের হোম পেইজে গেলেই কোন রেজিস্ট্রেশন ছাড়াই নির্ধারিত তথ্য পূরণ করে দেখতে পাবেন যে তারিখে যেতে চাচ্ছেন সে তারিখে বিভিন্ন পরিবহনের সিট পাওয়া যাবে কিনা। যদি থাকে এরপর আপনাকে বাসে উঠার ও নামার স্থানের নাম পূরণ করতে হবে। গ্রাহক টিকেটের টাকা ক্রেডিট/ ডেবিট কার্ড, বিকাশ, ডিবিবিএল নেক্সাস কার্ড, মাই-ক্যাশ, ক্যাশ অন ডেলিভারি অথবা রবির যেকোন সেবাকেন্দ্রে গিয়ে দিতে পারবেন। বিস্তারিত দেখুন এখানে

৪। সহজ.কম

সাইটে কোন রেজিস্ট্রেশন ছাড়াই আপনি প্রয়োজনীয় তথ্য দিয়ে দেশের বিভিন্ন বাস সার্ভিসের টিকেট কিনতে পারবেন।  ২০ জুন-১৩ জুলাই পর্যন্ত প্রাপ্য টিকেট গুলো ঈদ টিকেট হিসেবে গণ্য হবে। বিকাশ, ক্যাশ অন ডেলিভারি, ক্রেডিট/ ডেবিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিং এর মাধ্যমে এ সাইটের টিকেট কিনতে পারবেন।

৫। বাসবিডি.কম.বিডি

ঈদ উপলক্ষ্যে ২০ জুন থেকে এ সাইটে পাচ্ছেন বিভিন্ন পরিবহনের টিকেট। টিকেট কিনতে কোন রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। আর পেমেন্ট সম্পন্ন করতে পারবেন ভিসা, মাস্টার কার্ড, ডিবিবিএল নেক্সাস কার্ড, বিকাশ, শিওর ক্যাশ এর মাধ্যমে। তবে সিট “এভেইলেবল” থাকলে সেটা নিশ্চিত করার সময় আপনাকে ব্যক্তিগত তথ্যের অনলাইন ফরম পূরণ করতে হবে।

আপনার ঈদ যাত্রা হোক ঝামেলা বিহীন ও আনন্দময়।