বাংলাহাব এর ১ বছর- লিখবেন আপনি, পড়বে সবাই

বাংলাহাব এর আজকে ১ বছর পূর্ণ হলো। ২০১৬ সালের ১ এপ্রিল মাত্র ১৩ টি কন্টেন্ট নিয়ে যাত্রা শুরু করে বাংলাহাব। মূল শ্লোগান- “এবার পুরো পৃথিবী বাংলায়”। প্রফেশনাল ওয়েব কন্টেন্ট রাইটিং এ যুক্ত হয়েছি ২০১৩ সাল থেকে। তখন দেখেছি ইংরেজি ভাষায় প্রচুর দারুণ দারুণ ওয়েবসাইট রয়েছে, যা বাংলাতে নেই। সেসময় বাংলা ভাষায় বেশ কিছু ওয়েব পোর্টালের আবির্ভাব ঘটে, যেগুলোর মূল বিষয়বস্তুই ছিল চটুল ও উস্কানীমূলক লেখা। মান সম্মত বাংলা কন্টেন্ট এর অভাব ছিল অনেক।

এছাড়াও প্রচুর প্রতিভাবান লেখক-লেখিকা রয়েছেন, যারা বিভিন্ন কারণে মূল ধারার গণমাধ্যমে নিজেদের চিন্তা, লেখা তুলে ধরার সুযোগ পান না। বাংলাহাব চেষ্টা করে যাচ্ছে এরকম মানুষদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করার। অর্থাৎ সাধারণ মানুষই লিখবে সাধারণ মানুষের কথা।

যাত্রা শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় ৪০ জনের মত লেখক-লেখিকা, ১০ জন ভয়েস আর্টিস্ট বাংলাহাবের সাথে কাজ করছেন। প্রতিদিনই আমাদের সাথে যুক্ত হচ্ছেন বিভিন্ন শ্রেণী-পেশার লেখক। কোন রকমের বিজ্ঞাপন বা পেইজ প্রমোশন ছাড়াই বাংলাহাব এর ফেসবুক পেইজে আছেন ১৫ হাজার শুভাকাংখী। 

আমরা চাই সারা বিশ্বের নানা রকম তথ্য বাংলাতে পাঠকের সামনে তুলে ধরতে। তাই পড়ুন, লিখুন, শেয়ার করুন। বাংলাহাব তার লেখকদের দিচ্ছে প্রতি লেখার জন্য সম্মানী। তাই আর দেরি কেন!

১৯৫২ তে মহান ভাষা আন্দোলনের ডাক ছড়িয়ে যাক অনলাইন-অফলাইন সবখানে। এবার পুরো পৃথিবী আসুক হাতের মুঠোয়… বাংলায়!

জুলকারনাইন মেহেদী
এডিটর-ইন-চিফ
বাংলাহাব

আবু হাসনাত মোঃ রুহু
সি ই ও
বাংলাহাব