আই টেস্ট – চলুন জেনে নেয়া যাক ডিটেলিং-এ আপনি কতটা পটু?

বাংলাহাব তো প্রায় সময়ই আপনাদের মানসিক দক্ষতা যাচাইয়ের জন্য নানা রকমের সাইকোলজিকাল টেস্টের আয়োজন করে। এদের কিছু আপনার বর্তমান মানসিক অবস্থার কথা জনায়, আবার কিছু টেস্ট আপনার পার্সোনালিটির নানা অজানা দিকের কথা বলে। তবে আজ চলুন না ভিন্ন কিছু চেষ্টা করে দেখা যাক, কি বলেন?

ডিটেইলিং মানে হচ্ছে কোন পরিস্থিতির সূক্ষাতিসূক্ষ বিশ্লেষণ করা। ফরসেনিক এক্সপার্ট কিংবা ডিটেক্টিভরা কোন ক্রাইম সিনের ডিটেলিং করে থাকেন এভিডেন্স সংগ্রহ করার জন্য। আমরা আপনাকে শার্লক হোমস হতে বলছি না, তবে কোন পরিস্থিতির সূক্ষাতিসূক্ষ বিশ্লেষণের ক্ষমতা আপনার দৈনন্দিন জীবনের নানা কাজকে অনেক সহজ করে দেবে – এটা তো নিশ্চিত ভাবেই বলা যায়।

আজকের এই চক্ষু পরীক্ষায় পাশাপাশি দুটো ছবি দেয়া থাকবে। স্বাভাবিক ভাবে দেখলে দুটো ছবিকেই একই মনে হবে, আদতে ছবি দুটো কিন্তু পুরোপুরি একই না। খুব সূক্ষ, পূর্ণ মনোযোগ দিয়ে না দেখলে বোঝা যায় না এমন কিছু পার্থক্য আছে ছবিগুলোয়। আপনাকে সে পার্থক্যটুকু খুঁজে বের করতে হবে। তাহলে চলুন দেখা যাক, ডিটেইলিং-এ আপনি কতটা দক্ষ?

০১

০২

blank

০৩

blank

০৪

blank

০৫

blank

০৬

blank

০৭

blank

০৮

blank

০৯

blank

১০

blank

 

কি পেরেছেন ধরতে? সব পারার কথা না অবশ্য! কয়টা পেরেছেন, চলুন মিলিয়ে নেয়া যাক… 

 

০১

blank

০২

blank

০৩

blank

০৪

blank

০৫

blank

০৬

blank

০৭

blank

০৮

blank

০৯

blank

১০

blank

ছবির সূত্রঃ ইন্টারনেট।