সাইকোলজি টেস্টঃ কিউব টেস্টের মাধ্যমে জেনে নিন নিজের মনের গোপন তথ্য!

কিউব পার্সোনালিটি টেস্ট

কিউব পার্সোনালিটি টেস্ট  হলো একটি জাপানি সাইকোলজিক্যাল গেইম। এটি আপনার ব্যক্তিত্ব সম্পর্কে এমন অনেক ধারণা দেবে যেগুলো সম্পর্কে আপনি নিজেই হয়ত অবগত নন। আপনার কল্পনা করার ক্ষমতা কেমন? মোটামুটি? তাহলে চলুন কিউব টেস্ট শুরু করা যাক।

প্রথমে মাথা থেকে সমস্ত চিন্তা ঝেড়ে ফেলুন। মন শান্ত করুন, মনোযোগ স্থির করুন। লম্বা একটা নিশ্বাস নিন। খুব ভাল হয় যদি টেস্টটি করার সময় আপনার সাথে আর অন্যকেউ থাকে। তাহলে আপনি চোখ বন্ধ করে কল্পনা করতে পারবেন, সে আপনাকে বলে দিবে কি কি করতে হবে। যদি কেউ না থাকে তাহলেও সমস্যা নেই। উপরের ভিডিওটি প্লে করুন, মাঝে মাঝে পজ করে কি কি কল্পনা করতে হবে তা ঠান্ডা মাথায় ভেবে নিতে পারেন। কি, রেডি তো?

কল্পনা করুন, আপনি একটি মরুভূমির মধ্য দিয়ে হাঁটছেন। সামনে একটি কিউব দেখতে পেলেন।

কিউবটি কত বড়? এটি কিসের তৈরি? ভূমি থেকে এটা কতটা উপরে?

কিউবের আশেপাশে একটা মই কল্পনা করুন।

মইটি কিউব থেকে কতটা দূরে? এবং এটা কিসের তৈরি?

এবার আশে পাশে একটা ঘোড়া কল্পনা করুন।

ঘোড়াটির গায়ে কি জিন জাতীয় কিছু আছে? ঘোড়াটি কি করছে?

এসবের আশেপাশে কোথাও কিছু ফুল কল্পনা করুন।

আপনার কল্পনায় মোট কয়টি ফুল ফুটে উঠেছে? ফুলগুলো কিউব থেকে কতটা দূরে?

এবার কল্পনা করুন, আপনার কল্পনা করা দৃশ্যটির এক কোনায় মরুঝড় শুরু হয়েছে।

ঝড়টি কিউব, ঘোড়া এবং ফুল থেকে কতটা দূরে?

যা যা কল্পনা করেছেন সব মনে আছে তো? তাহলে চলুন এবার আপনার ব্যক্তিত্ব সম্পর্কে একটা ধারণা নেয়া যাক।

কিউবের সাইজ আপনার ইগো নির্দেশ করে। যত বড় কিউব আপনার ইগো তত বেশি! কিউবের স্বচ্ছতা নির্দেশ করে মানুষের সাথে আপনি কতটা খোলাখুলি ভাবে মিশতে পারেন। আর ভূমি থেকে কিউবের উচ্চতা আপনার বিনয় নির্দেশ করে। উচ্চতা যত কম, আপনি ততটা বিনয়ী।

কিউবের সাথে মইয়ের দূরত্ব দ্বারা বোঝায় আপনি আপনার বন্ধুদের সাথে কতটা ঘনিষ্ট। দূরত্ব যত কম, সম্পর্কের ঘনিষ্টতা তত বেশি। মইটি যদি কিউবের গায়ে হেলানো থাকে তাহলে বুঝবেন আপনার বন্ধুরা আপনার উপর বিশ্বাস রাখে, ভরসা করে। আর মইটি যত শক্ত পদার্থ দিয়ে তৈরি, বন্ধু-বান্ধবদের সাথে আপনার সম্পর্ক ততটা মজবুত।

ঘোড়াটি যদি বাঁধা থাকে অথবা জিন পরানো থাকে, এর মানে হচ্ছে আপনি আপনার সম্পর্কগুলোকে নিয়ন্ত্রণ করতে পছন্দ করেন। আর ঘোড়াটি যদি ছটপটে হয়, এর মানে হচ্ছে সম্পর্কে আপনি ছোটখাটো দুষ্টামিগুলোকে বেশ পছন্দ করেন।

যতবশি ফুল কল্পনা করেছেন, আপনি ততবেশি সন্তান চান। আর ফুলগুলো কিউবের যতটা কাছাকাছি আপনি আপনার সন্তানদের নিয়ে ততবেশি ভাবেন।

মরুঝড় আপনার মানসিক অস্থিরতা নির্দেশ করে। ঝড়টি কিউবের যতটা কাছে মানসিক ভাবে আপনি ততটা বিপর্যস্ত।

কি? মিলেছে তো?

ইউটিউব লিংকঃ বাজফিড কিউব টেস্ট

[তথ্যসূত্রঃ ইউটিউব]