রঙ্গিন কাগজ দিয়ে নিজেই তৈরি করুন দৃষ্টিনন্দন “পেপার পিকক”

আজ আপনাদের জানাবো কীভাবে শিশুর ঘর সাজানো বা খেলার জন্যে সাধারণ কিছু উপকরণ দিয়ে তৈরি করতে পারেন আকর্ষণীয় ‘paper peacock’. এটা তৈরি করা এতটাই সহজ যে, বড়দের একটু সহযোগিতা পেলেই শিশুরাও নিজে নিজে এটি তৈরি করে ফেলতে পারবে।

যা যা লাগবে:
১) সাদা ও রঙিন কাগজ
২) কাঁচি
৩) আঠা
৪) স্ট্যাপলার
৫) কালো মার্কার পেন
৬) পেন্সিল, সার্পনার, ইরেজার
৭) সমান করে কাটা এক টুকরো কার্ডবোর্ড।

যেভাবে তৈরি করবেন:
● প্রথমে ময়ূরের পেখম তৈরি করার জন্যে সবুজ কাগজ নিয়ে কাগজের হাতপাখা তৈরির মত করে ভাঁজ করুন।
● প্রতিটি ভাঁজে কালো কালির মার্কার পেন দিয়ে ময়ূরের পেখমের মত নকশা এঁকে নিন।
● এবার কাগজটিকে ভাঁজ অনুযায়ী আবার গুটিয়ে নিয়ে ঠিক তার মাঝখানের অংশে স্ট্যাপল করুন। স্ট্যাপল করার পর কাগজটির মাঝের অংশটুকু আটকে থাকবে, আর দু’পাশের কাগজ ভাঁজ হয়ে ছড়িয়ে থাকবে।
● স্ট্যাপল করা অংশের দু’পাশ থেকে কাগজ তুলে প্রান্ত দু’টো একসাথে করে আঠা দিয়ে জুড়ে দিন। এটা এখন অনেকটাই ময়ূরের মেলে ধরা পেখমের মত দেখাবে।


● এবার নীল রঙের কাগজে ময়ূরের শরীর ও ঝুঁটি এঁকে কেটে নিন। শরীর একটি এবং ঝুঁটি দুইটি করে তৈরি করতে হবে।
● হলুদ রঙের কাগজে ময়ূরের ঠোঁট, পাখা এবং পা এঁকে কেটে নিন। এগুলো প্রত্যেকটিই দু’টি করে তৈরি করতে হবে। পাখায় কালো মার্কার পেন দিয়ে পালকের নকশা আঁকান।
● সাদা কাগজ গোলাকার করে কেটে তা দিয়ে চোখ তৈরি করুন।
● এবার সবগুলো অংশ ময়ূরের শরীরের জায়গামত আঠা দিয়ে আটকে দিন।
● পেখমটিকে নিয়ে একটি কার্ডবোর্ডের টুকরোর ওপর আঠা দিয়ে বসিয়ে দিন। প্রথমে স্ট্যাপল করা অংশটুকু বসিয়ে, এরপর দুই পাশে আঠা দিয়ে হালকাভাবে চেপে বসান।
● পেখমের যে জায়গায় স্ট্যাপল করা হয়েছে, ঠিক সেই বরাবর ময়ূরের শরীরটাকে কার্ডবোর্ডের ওপর সেট করুন। ময়ূরের পায়ের তলায় আঠা দিয়ে কার্ডবোর্ডের সাথে ময়ূরটিকে আটকে দিন।

ব্যস, তৈরি হয়ে গেল নজরকাড়া ‘paper peacock’.

Source: https://youtu.be/B42O8UvkQyM