এই ঈদে কেমন হেয়ারস্টাইলে আপনাকে মানাবে, জানেন কি?

এইতো চলে এসেছে প্রাণের উৎসব ঈদ। নিশ্চয়ই ঈদের সব প্রস্তুতি শেষ! তবুও এই শেষ মুহূর্তে জেনে নিন কিছু হেয়ারস্টাইল টিপস। আজ আমরা  ঈদের জন্য কিছু হেয়ারস্টাইল টিপস জানবো বিউটিব্লগার সাদিয়া সিথীর কাছ থেকে।

এই ঈদের আবহাওয়া আগে থেকে বলা যাচ্ছে না। হতে পারে খুব রৌদ্রজ্জ্বল একটা দিন, হতে পারে ঝড়বৃষ্টি। তাই যাদের খুব লম্বা চুল তাদের আমি দিনের বেলার জন্য সাজেস্ট করবো সাধারণ বেণী করে সামনে টুইস্ট করে নিতে। আর রাতের জন্য ভালো হবে যদি সামনে থেকে বেণী করে নিয়ে সেই বেণীটা দিয়ে সাইডে খোঁপা বেঁধে নিতে। এই ক্লাসিক লুকটা সালোয়ার কামিজের সাথে খুব ভালো লাগবে।

যাদের চুল মাঝারি দৈর্ঘ্যের, তাদের জন্য বলবো খোঁপা করতে। তবে মাঝারি চুলে খোঁপাটা একটু ঝুলিয়ে করলে দেখতে ভালো লাগবে। তাছাড়া খোঁপার বদলে সাইডে পনিটেল করে নিলেও দেখতে ভালো লাগবে। শাড়ির সঙ্গে খোঁপা, এবং পনিটেল মানাবে সালোয়ার কামিজের সাথে। খোঁপা বা পনিটেলের সাথে সামনে টুইস্ট অথবা বেণী করে নিলেও সুন্দর মানাবে।

যাদের চুল খুব ছোট, তাদের জন্য বলবো চুলের সামনের দিকে নজর দিতে। চুলটা স্ট্রেইট করে নিয়ে সামনে টুইস্ট বা বেণী করে নিতে। বা সামনের দিক থেকে টেনে একটু ফুলিয়ে পেছনের দিকে নিয়ে ববি পিন দিয়ে আটকে নিলেও সুন্দর দেখাবে।

ঈদের দিনে হেয়ারস্টাইল পারফেক্ট রাখার কিছু টিপস:

১: রোদ হোক বা বৃষ্টি ছাতা নিয়ে বেরোবেন।
২: সাথে করে কিছু ববি পিন, হেয়ারব্যান্ড রাখলে ভালো।
৩: দূরে কোথাও বেড়াতে গেলে সাথে স্কার্ফ নিয়ে যাবেন। স্কার্ফ পরে থাকলে চুল নষ্ট হবেনা।
৪: ঈদের আগের দিন অবশ্যই চুলে অয়েল ম্যাসাজ করে ঘুমুবেন।
৫: চুলে যদি হিট দিতে হয়, যেমন কার্ল করা বা স্ট্রেইট করা, চুলে অবশ্যই হিট প্রটেক্টেন লাগিয়ে নিবেন।

সবাইকে ঈদের শুভেচ্ছা।

লেখিকা: সাদিয়া সিথী, বিউটি ব্লগার এবং শিক্ষার্থী
ফেসবুজ পেইজঃ Beauty Alley with SHITHY
ইউটিউব চ্যানেলঃ sadiaa SHITHY

ঈদের হেয়ারস্টাইলের জন্য দেখতে পারেন এই ভিডিও টিওটোরিয়ালটি।