বিশ্বের রহস্যময়ী কিছু সেতুর গল্প!!

পৃথিবীর ইতিহাসে হাজারো অদ্ভুত ভূতুরে গল্পের কথা আমরা জানি। লোকে মুখে শুনি। এসব ভূতুড়ে গল্পের মাঝে এক অদ্ভুত আগ্রহ কাজ করে আমাদের মাঝে। যেগুলো শুনতে বেশ মজাও লাগে। আজ কিছু রহস্যের উদ্ঘাটন করবো। আর এই রহস্যটির নাম- সেতু রহস্য! এইসব সেতুকে ঘিরে  বহু বছর ধরে গড়ে উঠেছে এমন অনেক গা শিউরানো গল্প যেগুলো অন্যদের তো বটেই, চমকে দেবে আপনাকেও।

ইউরোপ জুড়ে, বহু  রহস্যময়ী সেতু পাওয়া যায়। তাদের মধ্যে বেশিরভাগই পাথর বা চৌকাঠের তলদেশের ব্রিজ এবং প্রতিটির সাথে সংশ্লিষ্ট শয়তান সম্পর্কিত পুরাণ অথবা লোককাহিনী রয়েছে। তাদের অনেকগুলি ১০০০ এবং ১৬০০  খ্রিস্টাব্দে নির্মিত হয়েছে বলে ধারনা করা হয়।

ফ্রান্সেই শুধুমাত্র ৪৯ টির মতো  রহস্যময়ী ব্রিজ রয়েছে। যদিও ইটালির, জার্মানি, পর্তুগাল, স্লোভেনিয়া, স্পেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, এস্টোনিয়া, রোমানিয়া, বুলগেরিয়া এবং ইউরোপ ও সারা পৃথিবীর অন্যান্য দেশেও রহস্যময়ী ব্রিজ রয়েছে বলে এক তথ্য সূত্রে জানা যায়।

Rakotzbrucke সেতুঃ 

ইউরপের মাঝে জার্মানিতেই  ব্রিজ গুলো অনন্য সুন্দর । নিঃসন্দেহে, Rakotzbrucke পৃথিবীর সমস্ত  ব্রিজের সবচেয়ে সুন্দর দৃশ্য।Rakotzbrucke  জার্মান-পোলিশ সীমান্তের কাছাকাছি ড্রেসডেনের ১২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে স্যাক্সনিতে অবস্থিত বৃহত্তম পার্ক ক্রোম্লাউ পার্কে অবস্থিত।Rakotzbrucke সম্পর্কে একটি গল্প শোনা যায় যে, একটি পূর্ণিমাতে ব্রিজের নিচ দিয়ে একটি নৌকায় যাত্রা করলে নিজের ভিতরে অদ্ভুত  রহস্যের ক্ষমতা খুঁজে পাওয়া যায়। কিছু লোক বিশ্বাস করে যে এই সেতুর নিচ দিয়ে যাত্রা  পথে কেউ কেউ শয়তানের মুখের আকৃতির কিছু একটা  দেখতে পেয়েছিলো।

ভারত-শ্রীলংকার মধ্যকার  সেতুঃ

নাসার এক আলোকচিত্রে প্রকাশিত হয় ভারত-শ্রীলংকার মধ্যকার অতি প্রাচীন রহস্যময় সেতু। ধারনা করা হয় ১৪৫০ খ্রিষ্টাব্দ পর্যন্ত মানুষ পায়ে হাঁটার জন্য এ সেতু ব্যবহার করত। পরবর্তীতে সাইক্লোনে সেতুটি নষ্ট হয়ে যায়।এ সেতুটি লাইমস্টোনের তৈরী ছিল । এর গঠনপ্রকৃতি দেখে বুঝা যায় , এটি মানুষের তৈরী । বর্তমানে সেতুটি ‘আদম ব্রিজ’ নামে পরিচিত, যা কিনা প্রায় ১৮ মাইল দীর্ঘ ছিল।

অভিশপ্ত “সুইসাইড” ব্রিজঃ 

স্কটল্যান্ডের ডামবার্টন শহরের একটি প্রাচীন সেতুর নাম  ‘suicide bridge’। একই দিনে পালে পালে কুকুর একসঙ্গে ঝাঁপ দিয়েছে ওই সেতু থেকে। অনেকের বক্তব্য মতে, ওই ব্রিজটি ছিল অভিশপ্ত। অতিপ্রাকৃতিক কিছু একটা আকর্ষণ করছে কুকুরদের। সেই কারণেই এত কুকুর ব্রিজটি থেকে ঝাঁপ দিয়ে প্রাণ দিচ্ছে।কিছুতেই সমাধান পাননি বিশেষজ্ঞরা।তবে কিছু বিজ্ঞানীর মতে, আসলে ওই ব্রিজের নীচে থাকা পানিই আকর্ষণ করেছে কুকুরদের।

ডানভিল গ্রামের সেতুঃ 

ইন্ডিয়ানার ডানভিল গ্রামের সেতুর কথা বলছি। সেতুটি দেখে প্রথমে বুঝতে পারবেননা এর ভেতরে কোন রহস্যময়তা আছে।তবে শুনলে বেশ আশ্চর্য হবেন যে,  এখানেই আটকে আছে দুটো মানুষের জীবন।প্রথমজন, যে কিনা এক চোরাবালিতে পড়ে তলিয়ে যায় পানিতে।অন্য আরেকটি মানুষ ছিলেন একজন নারী। তার ঘটনাটি ছিলো ঠিক এরকম যে, সেতু দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসতে থাকা রেল থেকে বাঁচতে সন্তানসহ লাফ দেন তিনি সেতু থেকে। সেই থেকে  সেতুটির ধারে কাছে গেলে মা  ও  শিশুর  আত্মার চিত্কার আর নানারকম রহস্যময় আচরণের কথা শোনা যায় বলে লোকে মুখে প্রচলিত আছে ।

সূত্রঃ ইন্টারনেট