বায়ান্নোর অদেখা ছবি- শহিদ বরকতের শেষ উক্তি,“গুলি লেগেছে,বড় ঠাণ্ডা লাগছে..”

মাতৃভাষা তার উৎস ও চরিত্রগুণে  অসামান্য। মাতৃ ভাষা হিসেবে বাংলাকে পেয়ে আমরা নিজেদের ধন্য মনে করি। হয়তো , পূর্বপুরুষদের মহান আত্মত্যাগ না থাকলে হয়তো মাতৃভাষা হিসেবে বাংলাকে কখনই পাওয়া হতো না। তাই ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি অকৃত্রিম ভালবাসা আর শ্রদ্ধা নিবেদন করছি। আজকের লেখায় থাকছে ১৯৫২ সালের কিছু বিরল ছবি। ভাষা আন্দোলন শুধু যেনতেন কোন আন্দোলন নয়, এ আন্দোলন শেখায় অন্যায়কে কিভাবে প্রতিরোধ করতে হয়।

 

 

 

১৪৪ ধারা ভঙ্গের প্রশ্নে পুরাতন কলাভবন প্রাঙ্গণে আমতলায় ঐতিহাসিক ছাত্রসভা।

 

blank

 

১৯৫৩ সালের ২১শে ফেব্রুয়ারি: ঢাকা হলের পিছনে নির্মিত শহীদ মিনার।

 

 

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ভাষা সংগ্রামীদের ১৪৪ ধারা ভাঙার প্রস্তুতি, ২১ ফেব্রুয়ারি ১৯৫২। ছবি: রফিকুল ইসলাম

 

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ভাষা সংগ্রামীদের ১৪৪ ধারা ভাঙার প্রস্তুতি, ২১ ফেব্রুয়ারি ১৯৫২।

 

 

 

১৯৫২ সালের ভাষা আন্দোলন

২০ ফেব্রুয়ারী সন্ধ্যায় ঘোষণা আসে পরদিন অর্থাৎ ২১ ফেব্রুয়ারী ১৪৪ ধারা জারী …

 

blank

১৯৫২ সালের ৪ ফেব্রুয়ারী নওয়াবপুর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ( তৎকালীন জগন্নাথ কলেজ) ছাত্রদের মিছিল।

 

blank

 

২১ ফেব্রুয়ারি ১৯৫৩: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের প্রভাতফেরি।

 

blank

আন্দোলনে জাগ্রত বাঙালি।

 

blank

 

একুশে ফেব্রুয়ারি ১৯৫৩: পুরান ঢাকা কলেজ প্রাঙ্গনে ইডেন কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রীদের স্মৃতিস্তম্ভ নির্মাণ।

 

blank

ভাষা শহীদ বরকতের সমাধিতে প্রার্থনারত বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতির জনক বংগবন্ধু শেখ মুজিবুর রহমান।

 

 

.blank

১৯৪৭ সালের ১২ ডিসেম্বর তদানীন্তন ঢাকা শহরের অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট এম গাফুরের পাঠানো সেই প্রতিবেদনের অংশ…

 
 
blank
রাষ্ট্রভাষা হিসেবে বাংলার অধিকার আদায়ে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে ঢাকায় আয়োজিত মিছিল
 
 
 
 
blank
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত মিটিং…
 
 
blank
 
আমতলায় আন্দোলনের ছবি, দৈনিক আজাদে প্রকাশিত ভাষা সংগ্রামের খবর ।
 
blank
 
ভাষা আন্দোলনে নারীর অংশগ্রহন: ভাষাকন্যারা পাননি যোগ্য মর্যাদা
 
 
 
 
blank
 
বরকতের শেষ উক্তি…“গুলি লেগেছে,বড় ঠাণ্ডা লাগছে…..”
 
 
blank
 
প্রথম ভাষা শহিদ মিনার ২৪শে ফেব্রুয়ারি ১৯৫২ সালে সম্পূর্ণ হয়,
এটি তৈরী হবার ৭২ঘন্টার মধ্যেই পাকিস্তানি পুলিশ ভেঙে মাটিতে মিশিয়ে দেয়….
 
 
blank
ভাষা আন্দোলনের মিছিল ও মোনাজাত (ছবি : সংগৃহীত)
 
blank
 
ভাষা আন্দোলন নিয়ে তৈরী মুরাল –৫ ( ভাষা আন্দোলনের মিছিল)
 
 
blank
 ভাষা আন্দোলন, ভাষাসৈনিক ও প্রথম শহীদ মিনার এক ফ্রেমে সেই দিনের কাব্য।
 
blank
 
 
এই তমুদ্দিন মজলিসই মহান ভাষা আন্দোলনের গোড়া পত্তন করে।
 
blank
ঢাকার বাইরে ভাষা আন্দোলন। রাজশাহী, বগুড়া, পাবনা, চট্টগ্রাম, যশোর, কুমিল্লা, ময়মনসিংহ, বরিশাল, ফরিদপুর ও নোয়াখালীসহ প্রতিটি জেলা ও মহকুমায় ভাষা আন্দোলনের তীব্রতা ও ব্যাপকতা ছিল লক্ষ্য করার মত।
 
 
blank
 
এই সেই ঐতিহাসিক আমতলা যেখান থেকে ভাষা আন্দোলনের সুত্রপাত। শুধু ভাষা আন্দোলন নয়, আমাদের স্বাধীনতা আন্দোলনের অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই আমতলা ।
 
blank
 
শহিদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন শহিদ আবুল বরকতের পরিবারের সদস্যরা।
 
blank
বায়ান্নর ভাষা আন্দোলনে আবু জাফর ওবায়দুল্লাহর ছিলো উল্লেখযোগ্য অবদান।
 
blank
১৯৫২ এর ৪ঠা ফেব্রুয়ারীতে বাংলাকে রাষ্ট্র ভাষা করার দাবীতে আন্দোলনরত ছাত্র জনতার।
 
blank
৪ ফেব্রুয়ারি ১৯৫২তে অধ্যাপক রফিকুল ইসলামের তোলা মিছিলের একটি ছবি।
 
 
blank
দুষ্প্রাপ্য দলিল ভাষা আন্দোলনে প্রথম গুলিবর্ষণ।
 
 
 
blank
 
ভাষা আন্দোলনের পথে নারী ভাষা সৈনিকদের একটি মিছিল।
সব ছবির সূত্রঃ  ইন্টারনেট ও পত্রিকা