সঠিক সময়ে সঠিক ক্লিক করা কিছু দুর্লভ ছবি

ছবি শুধু আমাদের স্মৃতিই সংরক্ষন করে না সময়কে ধরে রাখে স্থিরচিত্রের মাঝে । এখন চিত্রগ্রাহককে একটি প্রাণবন্ত আর মনের মাঝে দাগ কেটে রাখার মত ছবি তুলতে অপেক্ষা করতে হয় দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। মানুষের ছবি তোলাটা খুব সহজ কারণ মানুষকে নির্দেশনা দিলে সে সেই অনুযায়ী ছবির জন্য পোজ দিতে পারে। কিন্তু প্রানীদের ক্ষেত্রে এই বিষয়টি ততটাই কঠিন যতটা সহজ মানুষের ক্ষেত্রে। প্রানীরা ছবির পোজ দিতে না পারলেও তাদের আচার আচরনই বিভিন্ন রকমের পোজের সূচনা করে। প্রানীদের দুর্লভ ছবি তোলার জন্য ফটোগ্রাফারকে অনেক ঘাম ঝরাতে হয়। দিন রাত অপেক্ষা করে ওত পেতে থাকতে হয় বনে বাদারে ঝোপে ঝাড়ে। আজ তেমনই কিছু দুর্লভ ছবি আপনাদের সামনে তুলে ধরব যেগুলো প্রাণী জগতের অন্যরকম কিছু চিত্র আমাদের সামনে তুলে ধরবে। চলুন ঘুরে আসি ছবির রাজ্য থেকে।

১। আহার

২। আনন্দ নৃত্য

৩। বেঁচে থাকার আয়োজন

৪। খাদ্য যখন শিল্প

Image source: Twistedshiffer

৫। অপেক্ষা যখন মধুর

Image Source: Lost in internet

৬। লাথি

৭। দুষ্টমি যখন শিল্প

৮। কাঠবিড়ালী যখন চিত্রগ্রাহক


। পানি ও পাখি

১০। বন্ধুত্ব এবং সাহায্য

১১। চিৎকার

১২। আকাঙ্ক্ষা