ডোনাল্ড ট্রাম্প ও তার যত গল্প

trump.jpgডোনাল্ড ট্রাম্প (জন্ম-জুন ১৪, ১৯৪৬ইং) আমেরিকার ৪৫তম নির্বাচিত প্রেসিডেন্ট। সদা হাসিখুশি একজন মানুষ, এবং বিতর্কিত সব মন্তব্যের জন্য সর্বদা সমালোচিত। সম্প্রীতি সমাপ্ত হওয়া মার্কিন নির্বাচনে বহু জল্পনা-কল্পনার নাটকীয় অবসান ঘটিয়ে প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট পার্টির হিলারি ক্লিনটনকে হারিয়ে আমেরিকার ৪৫ তম প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হন। নির্বাচনের আগে হিলারির চেয়ে সমস্ত জরিপে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত মূল নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী হওয়া কিছুটা বিষ্ময়কর ঘটনাই বটে। অপ্রতাশিত কিংবা বিষ্ময়কর- যেটাই বলা হোক না কেন, ট্রাম্পই যে আগামী দিনে বিশ্বে ছড়ি ঘোরাবেন, সেকথা নিশ্চিতভাবেই বলা যায়। চলুন জেনে নেয়া যাক এই বিশ্ব নেতা সম্পর্কে কিছু সাধারণ তথ্য।

  • ডোনাল্ড ট্রাম্পের বয়স ৭০। শপথ নেয়ার পর (জানুয়ারি ২০, ২০১৭ইং) তিনিই হবেন আমেরিকার সবচেয়ে বেশি বয়সে নির্বাচিত প্রেসিডেন্ট।
  • ট্রাম্পের জন্ম নিউ ইয়র্কে। তিনি সেনা স্কুলে পড়াশোনা করেছেন, কিন্তু কখনো সেনাবাহিনীতে যোগ দেন নি।
  • তিনিই হবেন প্রথম প্রেসিডেন্ট যিনি এর আগে কোন সরকারি পদের জন্য নির্বাচিত হননি কিংবা সেনাবাহিনীতে কাজ করেন নি।
  • ট্রাম্পই হবেন আমেরিকার ইতিহাসে সবচেয়ে ধনী প্রেসিডেন্ট। তিনি থমাস জেফারসন কিংবা জজ ওয়াশিংটনের চেয়েও বেশ ধনী।
  • তিনি বেশ বিতর্কিত একজন মানুষ। ঝামেলা পাকাতে বেশ ভালোবাসেন। এখন পর্যন্ত তার বিরুদ্ধে দায়ের করা মামলার সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার।
  • তার নারীপ্রীতির কথা সর্বজন স্বীকৃত। এখন পর্যন্ত তিনি তিনটি বিয়ে করেছেন। প্রথম স্ত্রীর নাম ইভানা ট্রাম্প (বিয়ে-১৯৭৭, ডিভোর্স-১৯৯১), দ্বিতীয় স্ত্রীর নাম মারলা মাপেলস (বিয়ে-১৯৯৩, ডিভোর্স-১৯৯৯), আর বর্তমান স্ত্রী হলেন মেলানিয়া ট্রাম্প (বিয়ে-২০০৫)। এছাড়াও অতীতে তার বেশ কিছু বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকার কথাও শোনা যায়।
  • ট্রাম্পের মোট সম্পত্তির পরিমাণ ৮.৭ বিলিয়ন মার্কিন ডলার, যার মাঝে এক রিয়েল স্টেট ব্যবসা থেকে তার আয় ৩.৩ বিলিয়ন ডলার। রিয়েল স্টেট ছাড়াও তার অন্যান্য প্রধান ব্যবসা খাতগুলো হল- হোটেল এন্ড রিসোর্ট, বুক এন্ড ম্যাগাজিন পাবলিশিং, গলফ কোর্স, মডেল ম্যানেজমেন্ট, রিটেইল, ফুড এন্ড বেভারেজ, মিডিয়া, প্রাইভেট হেলিকপ্টার সার্ভিস, টেলিভিশন ব্যবসা এবং প্রসাধনী। তার সকল ব্যবসা পরিচালিত হয় ‘দি ট্রাম্প অরগানাইজেশন’ এর মাধ্যমে। নিউ ইয়র্ক সিটির প্রাণ কেন্দ্রে অবস্থিত ৫৮ তলা বিশিষ্ট ‘ট্রাম্প টাওয়ার’ই তার ট্রাম্প অরগানাইজেশনের হেডকোয়ার্টার।
  • প্রথম দিকে তিনি একজন ডেমোক্রেট ছিলেন। পরে দল বদলে রিপাবলিকে যোগ দেন এবং বাঘা বাঘা সব রিপাবলিকানকে পেছনে ফেলে প্রেসিডেন্ট নির্বাচন-২০১৬ এর জন্য দলের মনোনয়ন লাভ করেন।

প্রেসিডেন্ট নির্বাচনের আগে বেশ কিছু উস্কানীমূলক ব্যক্তব্য দিলেও নির্বাচিত হওয়ার পর বিজয়ী ভাষণে ভিন্ন সুরে কথা বলতে দেখা গেছে তাকে। তিনি সবার কাঙ্খিত প্রেসিডেন্ট হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। তবে সময়ই বলে দেবে কেমন প্রেসিডেন্ট হতে পারবেন তিনি।