অবাক করা সব অদ্ভুত বিশ্ব রেকর্ড!

প্রত্যেক মানুষের কিছু সীমাবদ্ধতা রয়েছে। যার বাইরে কোনও কিছু করতে পারাটা মানুষ হিসেবে আমাদের জন্য বেশ কঠিনই বটে। কিন্তু কিছু মানুষ রয়েছেন যারা সেই সীমাবদ্ধতা অতিক্রম করার চেষ্টা করেন এবং তারা তা করতে পেরেছেন! সাধারণত খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের বিশ্ব রেকর্ডের কথা আমরা শুনে থাকি।দীর্ঘ সাধনা, অক্লান্ত পরিশ্রম ও ত্যাগ স্বীকার করে গিনেস রেকর্ড বুকে জায়গা করে নেয় অনেকে। এর মধ্যে কিছু বিশ্ব রেকর্ড অদ্ভুত যা আপনাদের অবাক করে দিবে।বিশ্ব রেকর্ড নামটার সাথে মোটামটি সবাই পরিচিত। অনেকেই অনেক রকমের বিশ্ব রেকর্ড গড়েছেন। কিন্তু আজ আপনাদের সামানে তুলে ধরব কিছু অদ্ভুদ ধরনের বিশ্ব রেকর্ড। যা আপনাদের হতবাগ বা অবাক যেটাই বলেন না কেন করে দিবে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক।

সবচেয়ে বড় নখ

১. সবচেয়ে লম্বা নখ

লম্বা সুন্দর নখ সব নারীরা পছন্দ করেন। আর এই নখ রাখতে গিয়ে পোহাতে হয় নানান ঝামেলা। কিন্তু স্পেনের বাসিন্দা লি রেডমোন্ড 1979 সাল থেকে নখ বড় রাখা শুরু করেন, যা বিশ্ব রেকর্ড হিসাবে অর্ন্তভুক্ত। তার নখ 2008 সালে 28 ফিট 4.5 ইঞ্চি লম্বা ছিল। এটাই বিশ্বের সবচেয়ে লম্বা নখ। অবশ্য 2009 সালে এক দুর্ঘটনায় তিনি তার নখ সব হারিয়ে ফেলেন।

২. সবচেয়ে বড় ফ্রায়েড রাইস

সবচেয়ে বড় পিজ্জা,বার্গারের বিশ্ব রেকর্ডের নাম শুনছেন, কিন্তু সবচেয়ে বড় ফ্রায়েড রাইসের নাম কি শুনেছেন? কোস্টা রিসা নামক এক মেলায় 52 জন রন্ধনশিল্পী এই খাবারটি তৈরি করেন। এটি 7000 -এর চেয়ে বেশি মানুষকে পরিবেশন করা হয় এবং এর ওজন ছিল 3000 পাউন্ড!

৩.সবচেয়ে বেশি ফেস পিয়ারসিং করা মানুষ

বিশ্বের অদ্ভূত রেকর্ডগুলোর মধ্যে এটি অন্যতম। রোলল বুখোলজ তার শরীরে 453টি ফুটো করেছেন! 2010 সালে তার বাহ্যিক শরীরে 287টি ফুটো করা রয়েছে। আর জিহ্বার চারপাশে রয়েছে 158 ফুটো!

৪.LEGO

“Lego” নামটির সাথে যারা পরিচিত তারা বুঝে গেছেন আমি কিসের কথা বলছি, আর যারা বুঝেন নাই তাদের জন্য বলছি এটি ছোটদের জন্য প্রাষ্টিকে ব্রিক বানায় যা একটার সাথে আরেকটি জোড়া দিয়ে অতি সহজে নানা ধরনের কাল্পনিক বা বাস্তবিক জিনিষ বানানো যায়। আর এদিয়ে ৩৫,৩১০ টি “Star Wars” সিনামার ক্লোন সৌনিক বানিয়ে বিশ্ব রেকর্ডটি রয়েছে বর্তমানে UK এর হাতে।

 

গ্যারি টার্নার

৫.গ্যারি টার্নার

এহলারস- ড্যানালোস সিন্ড্রোম (Ehlers Danlos syndrome) নামক একপ্রকার বিরল জিনগত রোগের কারণে ব্রিটিশ এ ব্যক্তির শরীরের চামড়া অত্যন্ত দুর্বল। ফলে সেটিকে সহজে টেনে অস্বাভাবিকভাবে প্রশস্ত করা যায়। পৃথিবীর সব চাইতে প্রসারিত চামড়ার মানুষ হিসেবে ইতিমধ্যে তিনি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান লাভ করে নিয়েছেন।

 

 

 

 

গীনিস বুক অফ ওয়ালর্ড রেকর্ডে জোসেফ

৬.নিজের শরীরে আগুন!

জোসেফ তার গায়ে আগুন লাগিয়ে ঘোড়ার পেছনে নিজেকে আটকে ৫ মিটার পর্যন্ত টানিয়েছিলেন। তবে এই রকম করার সময় তিনি এমন একটি কাপড় পড়েছিলেন যাতে তার শরীরে আগুন না লাগে। গীনিস বুক অফ ওয়ালর্ড রেকর্ডে জোসেফ হলেন একমাত্র ব্যক্তি যার নামে এই রেকর্ড রয়েছে।

 

 

 

 

আমেরিকার নাতাশা বেরুস্কার

৭.সবথেকে লম্বা তলোয়ার

আমেরিকার নাতাশা বেরুস্কার নামে রয়েছে সবথেকে লম্বা তলোয়ার গিলে ফেলার রেকর্ড। তিনি ২৮ ফেব্রুয়ারি ২০০৯ সালে ৫৮ সেন্টিমিটার লম্বা তালোয়ার গিলে বের করার রেকর্ড রয়েছে।

 

 

 

 

টেক্সাসের লিন্সী লিন্ডবার্গ

 

৮.টেলিফোন ডিরেক্টরি

টেক্সাসের লিন্সী লিন্ডবার্গের নামে রয়েছে বিশ্বের শক্তিশালী মহিলার তকমা। তাঁর নামে রয়েছে এক মিনিটের মধ্যে সবথেকে বেশি টেলিফোন ডিরেক্টরি ছিড়ে ফেলার রেকর্ড। ১৬ নভেম্বর ২০১৪ সালে ইনি ১ মিনিটের মধ্যে হাজার পাতার ৫ টেলিফোন ডিরেক্টরি ছিড়ে ফেলার রেকর্ড রয়েছে।

 

 

 

 

 

যুক্তরাজ্যের সাইমন এলমোর

৯.চারশো স্ট্র!

যুক্তরাজ্যের সাইমন এলমোরের নামে চারশো স্ট্র একসাথে মুখে রাখার রেকর্ড রয়েছে। ৬ আগস্ট, ২০০৯ জার্মানীতে সাইমন ৪০০ স্ট্র ১০ সেকেন্ড পর্যন্ত মুখে রাখার অদ্ভুত রেকর্ড রয়েছে।

 

 

 

 

আশা ম্যান্ডেলা

 

 

১০.আশা ম্যান্ডেলা

গিনিস বুক অফ রেকর্ড অনুযায়ী বিশ্বের সবচেয়ে লম্বা চুলের অধিকারিণী। ৫৫ ফুট ৭ ইঞ্চি লম্বা তার চুল। অর্থাৎ তিনি যদি ছয় তলা ভবনেরা ছাদ থেকে চুল নীচে ঝুলিয়ে দেন,গ্রাউন্ড ফ্লোরে দাঁড়িয়ে আপনি তার চুল ধরতে পারবেন২৫ বছর যাবত চুল কাটেন না আশা ম্যান্ডেলা। চোলের জটায় ৩ টি স্টোন হয়েছে। ডাক্তারের নিষেধ উপেক্ষা করেই চুল কাটছেন না এখন। গিনেজবুকে তিনি থাকতে চান আরো বহু বছর।