২০১৯ বিশ্বকাপ ক্রিকেটে কেমন খেলবে বাংলাদেশের টাইগাররা

বলতে বলতে চার বছর শেষ হয়ে আবারও দরজায় কড়া নাড়ছে ক্রিকেট বিশ্বকাপের দ্বাদশ আসর। ক্রিকেটের এই মহারণ আগামি ৩০ মে থেকে পঞ্চম বারের মত ইংল্যান্ড ও  ওয়েলশে যৌথভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে।চলবে ১৫ জুলাই পর্যন্ত । জেনে রাখা ভালো ২০১৯ বিশ্বকাপ হবে ইতিহাসের সবচেয়ে দীর্ঘকালীন আসর। এরই মধ্যে বিশ্ব ক্রিকেটের বড় বড় রথী মহারথী দল গুলো তাদের দল ঘোষণা করেছেন।বাংলাদেশ ক্রিকেট দলও বিশ্বকাপ মিশনের অংশ হিসেবে  গত ১৬ এপ্রিল ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে।

বাংলাদেশের হয়ে নিজেদের সেরা পারফরম্যান্স দেওয়ার প্রস্তুতি চলছে বিশ্বকাপ দলে  স্থান পাওয়া টাইগারদের।দেশের মানুষেরও অনেক আশা এবারের বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটারদের নিকট। বিগত বিশ্বকাপ আসরগুলোর চমকপ্রদ পারফরম্যান্স এবার বিশ্বকাপে বাংলাদেশ দল বিশ্ব ক্রিকেটে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে ক্রীড়াপ্রেমী ও বিশ্লেষকদের মত।

২০১৯ বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে অংশ নেওয়া ক্রিকারদের নিয়ে বিস্তারিত প্রতিবেদন তুলে ধরা হলো।

 ১। মাশরাফি বিন মুর্তজা [অধিনায়ক]

ছবিঃ গুগল থেকে সংগ্রহকৃত
blank
ছবিঃ দ্যা ডেইলি স্টার

মাশরাফি নামটি যেন বাংলাদেশ ক্রিকেট দলের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত।বাংলাদেশের ক্রিকেটকে নেতৃত্ব দিতে গিয়ে তিনি আজ কারও জন্য আইডল,কারও জন্য সৎ ব্যাক্তি হিসেবে পরিচিত।বার বার ইনজুরিতে পড়ে আহত বাঘের মত ঘুরে দাঁড়িয়ে নিজেকে  ক্রিকেট ক্যারিয়ারে প্রতিষ্ঠিত করেছেন অনন্য উচ্চতায়। একটি তারুণ্য নির্ভর বাংলাদেশ দলকে তিনি আগলে রেখেছেন অভিভাবকের মত। এবারের বিশ্বকাপে তাই মাশরাফির বিচক্ষণ অধিনায়কত্ব টাইগারদের বড় সফলতা এনে দিবে বলে আশাবাদী। ।

২। সাকিব আল হাসান

blank
ছবিঃ আমাদের সময়

বিশ্ব ক্রিকেটের অন্যতম তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।টেস্ট,ওয়ানডে ও টি-২০ তিন ফরম্যাটেই বিশ্ব সেরা অলরাউন্ডার হওয়া এই ক্রিকেটার যেকোন দেশের বিপক্ষেই দেশের হয়ে বাজিমাত করবেন এবারের বিশ্বকাপে এমন আশা সবার।ব্যাট ও বল হাতে নিজের সেরা সময়ে সাকিব দুমড়ে মুচড়ে দিতে পারেন প্রতিপক্ষের যেকোন রণকৌশল।

৩। তামিম ইকবাল খান

blank
ছবিঃ জাগোনিউজ

বুম বুম তামিম মাঠে নামলে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা করতালির মাধ্যমে জানিয়ে দেয় ছক্কা মারার মেশিন নেমে গেছে। ব্যাট হাতে জ্বলে উঠলে তামিম  এতোটাই বিধ্বংসী হন  যে প্রতিপক্ষের বোলার অসহায় হয়ে পড়ে।তাই বাংলার বুম বুম তামিম হয়ে উঠবেন বাংলাদেশের বিশ্বকাপ সফলতার অন্যতম নায়ক এমন আশায় দিন গুনছেন ক্রিকেট প্রেমীরা।

৪। মাহমুদুল্লাহ রিয়াদ

blank
ছবিঃ অর্থসূচক

২০১৫ বিশ্বকাপে এই বাংলাদেশী ক্রিকেটারের নজরকাড়া পারফরম্যান্স ভাবিয়ে তুলেছিলো শক্ত প্রতিপক্ষকে।২০১৫ সালের বিশ্বকাপে মাহমুদুল্লাহর ১২৭ রানের অপরাজিত ইনিংসটি বাংলাদেশের হয়ে বিশ্বকাপ ক্রিকেটে ব্যাক্তিগত সেরা ইনিংস। এবারও মাহমুদুল্লাহর ব্যাটিং ঘুরিয়ে দিতে পারে ম্যাচের মোড়। দলের জয়ে অবদান রাখে  মাহমুদুল্লাহর বোলিংও।

৫। মুশফিকুর রহিম

blank
ছবিঃ cricketcountry.com

২০১৫ বিশ্বকাপে আফগানিস্থানের বিরুদ্ধে বিজয়ী ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচসহ দলের বিপজ্জনক সময়ে ঘুরে দাড়ানোর অধম্য আত্মবিশ্বাসী এক তরুন ব্যাটসম্যান মুশফিকুর রহিম।বাংলাদেশের লিটল মাস্টার খ্যাত এই ব্যাটসম্যান এর দৃষ্টি জুড়ানো শট  এবারের বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেট দলের অন্যতম চমক।

৬। লিটন কুমার দাস

blank
ছবিঃ New Worth

অপেনিং জুটিতে তামিম ইকবালের সঙ্গী হিসেবে ব্যাটে হাতে ভালোই খেলে যান লিটন।পারফরম্যান্স অনিয়মিত হলেও সু্যোগ পেলেই দলের জয়ে রাখতে পারেন অনবদ্য অবদান। বিগত পারফরম্যান্স অনুযায়ি ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের আরো একজন নির্ভরযোগ্য ব্যাটিং পাওয়ার লিটন।

। সৌম্য সরকার

blank
ছবিঃ cricketcountry.com

২০১৫ বিশ্বকাপে দলে সুযোগ পেলেও তেমন আলোচিত কিছু করে দেখাতে পারেননি সৌম্য।তবে তার ব্যাট আগাম বার্তা দিয়েছিলো যে সে একজন  জাত ব্যাটসম্যান ।এশিয়া বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে মারকুটে সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্ব ক্রিকেটকে জানিয়ে দিলেন, “বাংলাদেশ ইজ নট উইক নাও।সৌম্য ইজ কাম।’তারপর থেকেই একের পর এক ইনিংস খেলে প্রমাণ দিতে থাকলেন নিজের সেরা দিক;।বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে একদিনের  ম্যাচে সবচেয়ে বেশি রান এবং একমাত্র ডাবল সেঞ্চুরিয়ান সৌম্য সরকার। তাই এই বিশ্বকাপে বাংলাদেশের অন্যতম ব্যাটিং সেনসেশন সৌম্য সরকার।

৮। মেহেদি হাসান মিরাজ

blank
ছবিঃ cricwizz

ব্যাটিং ও বোলিং উভয় দিকের জন্যই মিরাজ ফিট।তাই এই অলরাউন্ডারকে বিশ্বকাপে স্পিন বোলিংয়ে প্রতিপক্ষের দুর্গে আঘাতের অস্ত্র হিসেবে ব্যাবহার করা হবে।

৯। মোস্তাফিজুর রহমান

blank
ছবিঃ দ্যা ডেইলি স্টার

কেউ বলে বাংলাদেশের বিস্ময় বালক।আবার কেউ বলে বিশ্ব ক্রিকেটে ব্যাটসম্যান দের নতুন শাসক।বিশেষজ্ঞদের মতে কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজুর রহমান লন্ডভন্ড কর দেওয়ার জন্য প্রস্তুত প্রতিপক্ষের দুর্গ । ব্যাটসম্যান  দের মূর্তিমান আতংক মুস্তাফিজ বাংলাদেশের বিশ্বকাপ মিশনে অধিনায়ক মাশরাফির তুরুপের তাস ।

 ১০। সাব্বির রহমান

blank
ছবিঃ দ্যা বাংলাদেশ টুডে

বাংলাদেশের ক্রিকেটের আরো একজন মারকুটে ব্যাটসম্যান সাব্বির রহমান রুম্মান।প্রতিপক্ষকে বড় টার্গেট দিতে জ্বলে উঠতে হবে সাব্বির রহমানের মত ব্যাটসম্যানদের।তবে সাব্বির,সৌম্য,তামিমের সমন্বয়ে এবার বিশ্বকাপে চমক জাগানিয়া স্বপ্ন দেখতেই পারেন বাংলাদেশের ক্রিকেট পাগল মানুষ।

  ১১। রুবেল হোসেইন

blank
ছবি; দ্যা হিন্দুস্থান টাইমস

রুবেলের ইয়রকারে স্ট্যাম্প উপড়ে ফেলার দৃশ্যপট আজও উচ্ছসিত করে আমাদেরকে। রুবেলের বিধবংসী বোলিং ২০১৯ বিশবকাপে বাংলাদেশের সফলতার অন্যতম স্বপ্ন ।

২। মোহাম্মদ মিঠুন

blank
ছবিঃ Zimbo

ব্যাটসম্যান হিসেবে মিঠুন হতে পারে দলের অন্যতম নির্ভরতা।ব্যাট হাতে দাঁড়িয়ে গেলে ইনিংস লম্বা করার স্বক্ষমতা রয়েছে এই ব্যাটসম্যান এর।

১৩। মোহাম্মোদ সাইফুদ্দিন

blank
ছবিঃ sports24

মিডিয়াম ফাস্ট বোলিং এর পাশাপাশি ব্যাটিং এর দিক থেকেও ভালো পারফরম্যান্স দেখাতে সক্ষম তরুন সাইফ।

১৪। মোসাদ্দেক হোসেন সৈকত

blank
ছবিঃ দ্যা ডেইলি সান

সাকিব,মাহামুদুল্লাহর সাথে স্পিনার হিসেবে সৈকতকে বিকল্প রাখা হয়েছে। অতিতে সৈকতের বোলিং পারফরম্যান্স বিশ্লেষণ করে দলে সুযোগ দেওয়া হয়েছে।

১৫। আবু জায়েদ রাহি

blank
https://www.cricbuzz.com

এবারের বিশ্বকাপ স্কোয়াডে চমক হলো আবু জায়েদ রাহি। ইংলিশ কন্ডিশনে ফাস্ট বোলিং বান্ধব পিচে আবু জাহের রাহির ফাস্ট বোলিং শক্তিকে কাজে লাগাতে ২০১৯ বিশ্বকাপ বাংলাদেশ স্কোয়াডে রাখা হলো রাহিকে।

সবশেষে,আগামী ৩০ মে ইংল্যান্ড ও ওয়েলশে পর্দা উঠা আইসিসি বিশ্বকাপের ১২ তম আসরে মাশরাফির নেতৃত্বে বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা ৯৬ সালের বিশ্বকাপ জয়ী শ্রীলংকা হয়ে গেলেও চমকে ওঠার কিছু নেই।কারন দিনে দিনে আজ অভিজ্ঞ,দক্ষ পারফরমার এর সমন্বয়ে বাংলাদেশ ক্রিকেট আজ অনন্য উচ্চতায়।