বাবা-মায়েরা শিশুদের করোনাভাইরাস সম্পর্কে সঠিক তথ্য দিন, ভয় নয়

corona-advice-to-children

মা, বাবা এবং অভিভাবকরা দয়া করে আপনাদের শিশুদের সামনে করোনা নিয়ে উদ্বেগ, উৎকন্ঠা বা ভয় প্রদর্শন থেকে বিরত থাকুন। এ সময় কি করলে শিশুরা এবং অন্যরা নিরাপদ থাকতে পারে তাদেরকে সেই গল্প শোনান। এইসব বিপর্যয়ের মুহূর্তে কিভাবে মাথা ঠান্ডা রেখে সামনের আসন্ন দিনগুলো নিয়ে পরিকল্পনা করে সামনে আগানো যায় আপনার শিশুকে নিয়ে সেটাই চর্চা করুন এসময়। এটা মনে রাখুন, শিশু আপনার কাছ থেকেই শিখবে। আপনি এখন যদি যা করনীয় তা না করে অহেতুক হায় হায় করেন, ভয় পান, আতংকিত হোন তবে শিশু সেটাই শিখবে এবং পরবর্তীতে সেটাই তাদের আচরনে তারা প্রকাশ করবে। সুতরাং, আপনার শিশুকে ভয় নয়, ভয়কে কিভাবে জয় করতে হয় তা শিখান। তা সবার জন্যই উপকারী হবে।