২০১৭ সালে মুক্তির অপেক্ষায় থাকা উল্লেখযোগ্য বাংলা মুভি

২০১৬ শেষ হতে চলেছে, তবে সিনেমা প্রেমীদের জন্য নয়ডাবল ফেলুদাআরব্যোমকেশ পর্বমুক্তির মাধ্যমে এই বছরে অনেক কিছু  দেখার  বাকি রয়ে  গেছে তার মানে এই নয় যে আমরা ২০১৭ সালের সিনেমার দিকে এগিয়ে যাচ্ছিনা


আগামী বছরে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ সিনেমার তালিকা। এই সূচি থেকেই ইতিমধ্যেই কয়েকটি সিনেমা বক্স অফিসে  সম্ভাব্য হিট ছবির তালিকায় নাম লিখিয়েছে। এখানে এমন ১০টি বহু প্রতিক্ষীত আসন্ন সিনেমার তালিকা তৈরি করা হয়েছে যা আপনাদের তালিকায় অবশ্যই থাকবে

) বিসর্জন:

বাংলাদেশ ভারত  সিমান্তের অসাধারণ  প্রেমের গল্প নিয়ে কৌশিক গাংগুলির এই আসন্ন ছবিটি। এই ছবির মূল চরিত্রে  রয়েছে প্রতিশ্রুতিশীল জুটি আবির  চ্যাটাজী এবং জয়া আহসান। গাংুলির গল্প  তৈরী করার অপ্রতিম শৈলী এই সিনেমায় নতুন  মাত্রা যোগ করবে। পহেলা বৈশাখ মুক্তি পেতে যাওয়া এই ছবিটিবাস্তু শাপএর মত সাফল্যের পুনরাবৃত্তি হতে পারে

) দেবী : 
যদিদেবদাসমেয়ে হতো? এই ধারণাটি দর্শকদের মনোযোগ দখলের জন্য যথেষ্ট। এই ছবির মূল চরিত্রের ভুমিকায় থাকা পাওলি দামকে এর আগে কখনো এভাবে  দেখা যায়নি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস প্রকাশের  শতবর্ষে এই উপন্যাসের আধুনিক অভিযোজন বক্স অফিসে চিহ্ন রাখতে  পারে।

 ) ধুমকেতু :
 ভক্তদের দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মুক্তি পেতে যাচ্ছেধুমকেতুদেব এবং শুভশ্রী অভিনীত এই ছবিটি অনেক আগেই ধারণ  করার পরও স্থগিত করা হয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী, কৌশিক গাঙ্গুলি পরিচালিত এই ছবিটি জানুয়ারী ২০১৭ সালে মুক্তি পাবে। দেব প্রোডাকশন নির্মিত এই ছবিটির বড় পাওয়া হল বিভিন্ন কারনে বিলম্ব হওয়ার পরে নিয়ে আগ্রহ  কমেনি মানুষের। দেব এবং শুভশ্রীর আবার জুটি হয়ে ফিরে আসা, অন্যদের জন্য সুযোগ করে দিবে

)পোস্ত:

পর পর দুটি ব্লকবাস্টার ছবিবেলাশেষেআরপ্রাক্তনএর পর শিবপ্রসাদ নন্দিনীর আসন্ন ছবিটিকে টলিউডের সবচেয়ে  প্রতিক্ষীত সিনেমা বলাটা অতিরঞ্জিত হবেনা।সৌমিত্র চ্যাটাজী, লিলি চক্রবতী, মিমি, যিশু সেনগুপ্ত  এবং পরাণ  বন্দ্যোপাধ্যায় অভিনীত এই ছবিটি একটি বাচ্ছার অভিভাবকত্ব নিয়ে, তার বাবমা দাদাদাদির গল্প। এই পরিচালক  খুব সহজেই দর্শকদের সাথে সংযোগ স্তাপন করতে পারেন। তাছাড়া নাক্ষত্রিক প্রবণতা এই ছবিটি দেখা আবশ্যক করে তুলেছে

)চ্যাম্প:

দেব
হোম প্রোডাকশন এই ছবিটি ঘোষণার পর থেকে এটি  শিরোনামে তৈরি হয়েছে। রাজ চক্রবর্তী পরিচালিতচ্যাম্প ‘ একটি হেভিওয়েট মুষ্টিযোদ্ধা শ্রেষ্ঠত্ব এবং সাফল্য অর্জনের কাহিনী। এই সিনেমাটির ভাল সম্ভাবনা আছে যে বাংলা মুভি প্রেমিকরা যারা খুব কমই ক্রীড়া সিনেমা দেখতে পায়, তারা এই প্রচেষ্টার প্রশংসা করবে। সুপারমডেল অভিনেত্রী রুকমিনি মৈত্র সিনেমা মধ্যে উত্সাহ যোগ করবেন বলে আশা করা হচ্ছে

) দ্যা বংজ আগেইন:

দ্যা বং আগেইনকোনো সংকেত পাওয়া যাচ্ছে কি? হ্যাঁ, অঞ্জন দত্ত পরিচালিত, এই দত্তের হিট ছবিবং কানেকশনএর দ্বিতীয় কিস্তি  যদিও আগের সিনেমাটির সাথে এর মিল পাওয়া দুষ্কর হতে পারে।আধুনিক এবং ঐতিহ্যবাহী বাংলার তারুন্যের অসাধারণ মেলবন্ধন নিয়েদ্যা বংজ আগেইনএর গল্প

)মেঘনাদবধ রহস্য:

এটি
বাংলা চলচ্চিত্রের একটি স্মরনীয় অধ্যায় হয়ে দারিয়েছে যখন থেকে  “ভুতের ভবিষ্যৎনির্মাতা এই ছবির ঘোষণা করেছেন। এই বিশিষ্ট নির্মাতামেঘনাদবধ রহস্যএর কাজ শুরু করার ফলে দর্শকদের উত্তেজনা বেড়েই চলছে এই ছবিকে ঘিরে। আবির চ্যাটাজী, সাব্যসাচী চক্রবর্তী এবং বিক্রম  চ্যাটাজী অভিনীত এই থ্রিলার ছবিটির নিজস্ব দর্শক  রয়েছে

)প্রসেনজিৎ, যশ বিরসা্র আগামী ছবি

বিরসা
দাসগুপ্তের নতুন ছবি যেখানে  মূল চরিত্রে  আছে যশ দাসগুপ্ত নুসরত ফারিয়া।গ্যাংস্টারছবির মতই  এটি অপরাধমূলক জগত নিয়ে। এটির আরেক চরিত্র  বিজ্ঞানীর, সেই চরিত্রে রয়েছেন প্রসেঞ্জিৎ চ্যাটাজী

 )আমাজন অভিযান:

২০১৭ সালের আসন্ন সিনেমাগুলির মধ্যেআমাজন অভিযাননিঃসন্দেহে অন্যতম  একটি নাম। দেব, শংকর ভুমিকায় এমন কিছু দুঃসাহসিকতা দেখিয়েছেন  যা বাংলা সিনেমার জগতে খুব কমই দেখা যায়। দলটি আমাজন যায় এবং সেখানেই পানির নিচে দৃশ্য ধারণ  করে।এই ছবিটি আগামী  দুর্গাপূজায় মুক্তি পাবে

১০)বস :

বসছবিটির  বক্স অফিসে সাফল্যের পর নির্মাতারা তার ধারাবাহিকতা রাখতেবস নির্মাণ  করতে যাচ্ছেন। অনেকদিনের আলাপ আলোচনার পর জিৎ এনটারটেইনমেনট বাংলাদেশ জাজ মালটিমিডিয়া একসাথে কাজ করার সিদ্ধান্ত  নেয়। ভক্তরা এখন আরেকটি ছবিতে তাদের সুপারস্টারকে দেখার আশা করছেন 

লেখকঃ আফরোজা আলী ( তুলি)। ভালো লাগে লিখতে, গান শুনতে, বই পড়তে। নতুন কারো সাথে পরিচিত হওয়া ও নেটওয়ার্ক তৈরি করা অন্যতম কাজ।