এই লেখাটি পড়ার সময় না থাকলে, শুনতে পারেন এর অডিও ভার্সন। ক্লিক করুন নিচের প্লে-বাটনে।
পেশার স্থান বেছে নিতে যুক্তরাষ্ট্র শীর্ষে অবস্থান করলেও বিগত কয়েক বছরে অনেক কিছুই পরিবর্তন হয়েছে।অর্থনৈতিক মন্দার পর অনেক চাহিদাসম্পন্ন কাজের চাহিদা কমে গিয়েছে।আবার এমন কিছু পেশা খুব ভাল অবস্থানে চলে গিয়েছে।আসুন জেনে নেই আমেরিকার সেরা ১০ পেশা সম্পর্কে।
বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার
একজন বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার কৃত্রিম অঙ্গ এবং কৃত্রিম অঙ্গ-প্রত্যঙ্গ তৈরির ওষুধের জন্য ফর্মুলেশন সৃষ্টি, জৈবিক তথ্য পরীক্ষা, ওষুধ উৎপাদন এবং এর সাথে সম্পৃক্ত অন্যান্য কাজ করে থাকে।এই চাকরিটি শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে নয় সারা বিশ্বের শীর্ষে অবস্থান করা অন্যতম একটি পেশা।মার্কিন যুক্তরাষ্ট্রে এই পেশার অবস্থান এক নম্বরে।এখানে এর সর্বোচ্চ বেতন $১২৪০০০ এবং মাঝারি $৯৫০০।অনুমান করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রে এই পেশার চাহিদা বৃদ্ধির হার ৬১.৭%।
অর্থ উপদেষ্টা
একজন অর্থ উপদেষ্টার মাধ্যমে সঞ্চিত অর্থ বিনিয়োগ,বিমা,কর ইত্যাদির অর্থনৈতিক স্থায়িত্ব,ব্যাবহার সম্পর্কে,কি করনীয় তা জানা যায়।মার্কিন যুক্তরাষ্ট্রের সেরা ১০ পেশার মধ্যে এটি দ্বিতীয় অবস্থানে আছে।আকর্ষণীয় বেতনের জন্য এই পেশায় নিজের ক্যারিয়ার গড়তে আগ্রহ অনেক বেশি মার্কিন নাগরিকদের।একজন অর্থ উপদেষ্টা বছরে সর্বোচ্চ $২০৬,০০০ বেতন পায়।আর মধ্যম পর্যায়ে বেতন পায় $ ৯০,২০০।এই পেশার চাহিদা ৩২.১%
বাজার গবেষণা বিশ্লেষক
একজন বাজার গবেষণা বিশ্লেষক বাজারে ভোক্তার চাহিদা,পণ্যের বাজার প্রসারে কি কি করনীয় তা নিয়ে তথ্যের ভিত্তিতে গবেষণা করে।এছাড়াও বাজার বিশ্লেষক একাধিক ডাটা নিয়ে সরাসরি জরিপ করে এবং নতুন নতুন পণ্য বিবর্তনে অপরিহার্য ভুমিকা পালন করে।তাদের অবস্থান শিল্পের প্রতিটি পর্যায়ে থাকে।মধ্যম পর্যায়ে বেতন $৬৩,১০০ হয।সর্বোচ্চ অবস্থানে $৯৭.000 পর্যন্ত হয়।মার্কিন যুক্তরাষ্ট্রে এই পেশার অবস্থান ৩য়।এই পেশার চাহিদা ৪১.২%।
ফিজিওথেরাপিস্ট
একজন ফিজিওথেরাপিস্ট যারা শারীরিক অসুস্থতা বা আঘাতের সম্মুখীন হয় তাদের সাহায্য করে। শারীরিক কার্যকারিতা পুনরুদ্ধার করতে রোগীদের বিভিন্নরকম ব্যায়াম করতে সাহায্য করে।সর্বোচ্চ অবস্থানে $৯৯,০০০ বেতন হয়।মধ্যবর্তী অবস্থানে $৭৬,৭০০ বেতন পরিশোধ করা হয় এবং অনুমান করা হয় এই ক্যারিয়ার এর প্রবৃদ্ধি ৩৯%
বিপণন পরামর্শদাতা
মার্কেটিং কনসালটেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম সেরা চাকরি। কোম্পানিগুলো তাদের পণ্যকে গ্রাহকদের সাথে পরিচিত করার জন্য এবং অন্য পণ্যের থেকে তাদের পণ্যকে কিভাবে আরও চাহিদাসম্পন্ন করতে করবে,জনপ্রিয় করবে তার জন্য প্রতিবছর বিপুল পরিমান মার্কেটিং কনসালটেন্ট নিয়োগ করে।একজন মার্কেটিং কনসালটেন্ট এর মধ্যম বেতন $ ৯২,১০০ হয়।আর এই চাকরির সর্বোচ্চ অবস্থানে $ ২,০৮,০০০ পর্যন্ত বেতন পায়।বর্তমানে এই চাকরির চাহিদা ৪১.২%।
সফটওয়্যার আর্কিটেক্ট
একটি সফটওয়্যার স্থপতি প্রোগ্রাম নির্মাণ করার পাশাপাশি একটি কোম্পানীর কম্পিউটার সিস্টেম বিকশিত করতে সাহায্য করে।কোম্পানীর বিভিন্ন কর্মের মধ্যে পরিকল্পনা অনুবাদ,ব্যবস্থাপনা ও কারিগরি ইউনিট মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করে সফটওয়্যার আর্কিটেক্ট।সর্বোচ্চ অবস্থানে $১৬২০০ পর্যন্ত বেতন হয়।আর মধ্যম পর্যায়ে বেতন $ ১১৯,000 হয।বর্তমানে এই চাকরির চাহিদা ২৪.৬%।
ক্লিনিক্যাল রিসার্চ অ্যাসোসিয়েট
এটা বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অন্যতম সেরা চাহিদা সম্পন্ন পেশা ।এটা বর্তমান প্রজন্মের অন্যতম সম্ভবনাময় পেশা।একজন ক্লিনিকাল রিসার্চ অ্যাসোসিয়েট ফার্মাসিউটিকাল কোম্পানি, চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠান ও সরকারী সংস্থা কাজ করে।একজন ক্লিনিকাল রিসার্চ অ্যাসোসিয়েট স্বাধীনভাবে ফ্রীলান্সার হিসাবে অথবা চুক্তিভিত্তিক ভাবে কাজ করতে পারে।ক্লিনিকাল সাইটের কার্যক্রম পরীক্ষা করা, অন সাইট ভিজিট করে, কেস রিপোর্ট ফরম রিভিউ, এবং ক্লিনিকাল গবেষণা সমন্বয়কের সাথে যোগাযোগ করে।এছাড়াও বিভিন্ন প্রতিকূল ঘটনা সঠিকভাবে নথিভুক্ত এবং রিপোর্ট করে।পায়।মধ্যম পর্যায়ে বেতন $ ৯০,৭00 হয।করে।সর্বোচ্চ অবস্থানে একজন ক্লিনিকাল রিসার্চ অ্যাসোসিয়েট $১২১.000 পর্যন্ত বেতন পায়।
সফটওয়্যার ডেভেলপার
মার্কিন যুক্তরাষ্ট্রের চাহিদাসম্পন্ন চাকরির মধ্যে অন্যতম হল সফটওয়্যার ডেভেলপার।আমরা বর্তমানে যে আধুনিক জগতে বসবাস করি সেখানে প্রযুক্তির প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি এবং দিনে দিনে এই পেশাজীবীদের চাহিদা বাড়ছে।সফটওয়্যার ডেভেলপারা বিভিন্ন ধরনের কম্পিউটার কোডিং তৈরি করে যা বিভিন্ন প্রযুক্তিগতপ্রক্রিয়া নির্দেশ করে।সর্বোচ্চ অবস্থানে একজন সফটওয়্যার ডেভেলপার $১২১.000 পর্যন্ত বেতন পায়।মধ্যম পর্যায়ে বেতন $ ৮৪,২00 হয।বর্তমানে ২৪.৬% এই পেশায় জড়িত আছে।
ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর
একটি কোম্পানিতে ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর গ্রাহক,বাজার এবং এর সাথে সম্পর্কিত সব ধরনের তথ্য সংগ্রহ,তদারক ও পরিচালনা করে থাকে।এই পেশার বিপুল চাহিদা ও বেতনের কারনে অনেকেই এই ক্ষেত্রে নিজেদের ক্যারিয়ার গড়ে তুলছে।করে।সর্বোচ্চ অবস্থানে একজন ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর $১২২.000 পর্যন্ত বেতন পায়।মধ্যম পর্যায়ে বেতন $৮৭,২০০ হয।বর্তমানে ৩০.৬% এই পেশায় জড়িত আছে।দিন দিন এই পেশার ক্ষেত্র আরও বাড়ছে।
অকুপেশনাল থেরাপিস্ট
অকুপেশনাল থেরাপিস্ট দৈনন্দিনের বিভিন্ন রকম জটিল কাজকে সহজ করে দেয় যেমন জুতা পরা,বিছানা থেকে উঠা ইত্যাদি।যারা তাদের ক্যারিয়ার হিসেবে অকোপেশনাল থেরাপিস্ট হতে চায় তারা ওসিডি বাচ্চাদের সাথে স্কুলে কাজ করে; তাদের অগ্রগতি, আস্থা ও বিবর্তনে সাহায্য করে।তাদেরকে আরও সামাজিক মিলামিশায় দক্ষ করে তোলে।সর্বোচ্চ অবস্থানে কর্মরত বেতন $১০২,০০০ এবং মাঝারি বেতন $৭৪,৯০০।