সাতটি বিতর্কিত এবং আলোচিত বাংলা চলচ্চিত্র

বিগত কয়েক বছরে টলিউডে কিছু চলচ্চিত্র মুক্তি পেয়েছে যেগুলোর জন্য তাদের অভিনেতা এবং নির্মাতারা শুধু প্রশংসিতই হননি, বিতর্কিতও হয়েছেন বটে। তেমনি কয়েকটি বিতর্কিত ও আলোচিত চলচ্চিত্র নিয়েই আমাদের আজকের আয়োজন।

১: ক্ষত কমলেশ্বর মূখার্জী পরিচালিত “ক্ষত” ছবিটি একটি ইরোটিক থ্রিলার যাতে অভিনয় করেছেন প্রসেনজিত চ্যাটার্জি, পাওলি দাম এবং রাইমা সেনের মতো অভিনেতারা। ছবির মূল চরিত্র নির্বেদ লাহিড়ী একজন ইরোটিক থ্রিলার উপন্যাসের লেখক যার মূল অনুপ্রেরণা তার প্রেমিকা এবং তাদের ঘিরেই এগিয়ে চলে ছবির কাহিনী।

২: কসমিক সেক্স blank ২০১২ সালে মুক্তি পাওয়ার আগেই এই ছবি বিশাল বিতর্কের সৃষ্টি করেছিলো যেটা হওয়াটাই স্বাভাবিক! অবশেষে ২০১৫ সালে এই ছবি মুক্তি পায়। বাউল ফিলসফির দেহতত্ত্বই এই ছবির মূল বিষয়। সেক্সুয়াল এনার্জিকে ব্যবহার করে যোগসাধনা করাকেই দেখানো হয়েছে এই চলচ্চিত্রে। অমিতাভ চক্রবর্তী পরিচালিত এই ছবিটি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব কেরালা এবং ওশিয়ানস সিনে ফ্যান ফেস্টিভ্যাল অব আরব আ্যন্ড এশিয়ান সিনেমাতে প্রদর্শিত হয়েছিলো।

৩: ফ্যামিলি আ্যলবাম blank এই ছবিতে দেখানো হয়েছে একটি বাঙালি পরিবারের গল্প। পরিবারটি বাইরে থেকে দেখতে সাদামাটা মনে হলেও পরিবারের প্রত্যেকটা সদস্যের রয়েছে একটা গোপন কাহিনী! যেমন, ঘরের সাধারণ একটা চাকরিজীবী মেয়ে একদিন বুঝতে পারে যে সে একজন সমকামী। মৈনাক ভৌমিক পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন পাওলি দাম, স্বস্তিকা মূখার্জি, রিয়া সেন সহ আরো অনেকে।

৪: চিত্রাঙ্গদা, দ্যা ক্রাউনিং উইশ blankঋতুপর্ণ ঘোষের লেখা এবং পরিচালিত ছবিতে দেখানো হয়েছে এবং এক মানুষের গল্প যে কিনা শারীরিকভাবে পুরুষ কিন্তু সে মনেপ্রাণে একজন নারী হতে চায়! এই ছবিতে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত, অঞ্জন দত্ত এবং স্বয়ং ঋতুপর্ণ ঘোষ সহ আরো অনেকে। এই ছবিটি তাদের জন্য আওয়াজ তুলেছে যারা তাদের লিঙ্গ পরিচয় নিয়ে প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছে।ঋতুপর্ণ ঘোষের অন্যান্য ছবির মতো এই ছবিটিও বেশ প্রশংসিত হয়েছিলো।

৫: ছত্রাক

বাংলা চলচ্চিত্র জগতের একটি বিতর্কিত ছবি এই ছত্রাক এবং এই ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন পাওলি দাম। শ্রীলঙ্কান পরিচালক ভিমুক্তি জয়াসুন্দরা পরিচালিত এই বাইলিঙ্গুয়াল ছবিতে রয়েছে অসংখ্য বিতর্কিত দৃশ্য যা অভিনেত্রী পাওলি দামের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিলো।

৬: বিবর

সমরেশ বসুর লেখা উপন্যাস “বিবর” এর উপর ভিত্তি করেই এই ছবি তৈরী করা হয়েছে। ছবির মূল চরিত্র হচ্ছে এক ফাইন্যান্স কোম্পানির ইনভেস্টিগেটিং অফিসার যার সাথে প্রণয় ছিলো এক হাই ক্লাস এসকর্ট নিতার সাথে। কাহিনী এগুতে থাকে যখন সে নিতা কে খুন করে ফাঁসিয়ে দেয় অন্য আরেকজনকে।

৭: টেক ওয়ান blank ছবির মূল চরিত্র দোয়েল মিত্র একজন অভিনেত্রী। তার অভিনয় করা এক ইন্টারন্যাশনাল ছবিতে শ্যুট করা কিছু শয্যাদৃশ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়ে এবং তাকে নানান অপমানের মধ্য দিয়ে যেতে হয়। এবং তার এই অপমানের পালা শেষ হয় যখন সে এই একই ছবিতে অভিনয় করার জন্য নানান সম্মানজন পুরষ্কারে ভূষিত হয়। অভিনেত্রী পাওলি দাম এবং তার ছত্রাক ছবিতে অভিনয়ের সময় ঠিক এমনই কিছু ঘটনা ঘটেছিলো এবং টেক ওয়ানের পরিচালক মৈনাক ভৌমিক সেখান থেকে অনুপ্রেরণা পেয়েছেন এই চলচ্চিত্র তৈরী করার। এই ছবিতে অভিনেত্রী দোয়েল মিত্রের চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা মূখার্জী