ঘরোয়া উপকরণ দিয়ে নিজেই তৈরি করুন দৃষ্টিনন্দন “ডেকোরেটিভ জার”

বাড়িতে ছোটবড় আকৃতির কত জার-ই তো আমরা ব্যবহার করার পর ফেলে দিই। আপনার সৃজনশীলতার একটু ছোঁয়া পেলে, এই জার গুলোই হয়ে উঠতে পারে ঘর সাজানোর নান্দনিক শো-পিস। কীভাবে?
চলুন দেখে নেওয়া যাক –

১) প্রথমে জারের লেবেল তুলে ফেলুন। জার ধুয়ে শুকনো করে নিন।

২) শুকানোর পর:
✩ তুষারমানব তৈরি করতে চাইলে:
● পানির সঙ্গে plaster of Paris মিশিয়ে মধ্যম ঘনত্বের একটি মিশ্রণ তৈরি করুন। জারে পরিমাণমত মিশ্রণটি ঢেলে শুকানোর জন্যে রেখে দিন। এটা তুষারে ঢাকা একটা base তৈরি করবে।
● এবার crafting clay বা plaster of Paris দিয়ে তুষারমানবের আকৃতি তৈরি করে নিন।
● এর গায়ে এক coat স্বচ্ছ নেইলপলিস লাগান।
● জারে ঢালা plaster শুকিয়ে গেলে এর ওপর super glue দিয়ে তুষারমানবটিকে আটকে দিন।
● তুষারের ছোটছোট ball এর মত effect আনতে thermocol এর গুঁড়ো ব্যবহার করতে পারেন।
● জারের মুখে রং বা রঙিন ফিতা দিয়ে নকশা করে দিতে পারেন।
তুষারমানব আপনার ঘরের শোভা বাড়ানোর জন্যে তৈরি। একই পদ্ধতিতে তুষারমানবের বদলে দৃষ্টিনন্দন যেকোন কিছুই তৈরি করে জারের ভেতর রাখা যেতে পারে।

✩ সমুদ্রের আবহ আনতে চাইলে-
● জারে অল্প পরিমাণে বালি ঢালুন। এবার তাতে পছন্দমত শামুক, ঝিনুক, sea-weed রেখে দিন।
● জারের এক তৃতীয়াংশ বিশুদ্ধ পানি দিয়ে ভর্তি করুন।
● এবার এতে edible color যোগ করুন।
● বাকি অংশটুকু গ্লিসারিন ঢেলে পূর্ণ করুন।
● জারের মুখে রং বা রঙিন ফিতা দিয়ে নকশা করে দিতে পারেন।
ব্যস, তৈরি হয়ে গেল জারের ভেতর এক চিলতে সমুদ্র। একইভাবে পানি-গ্লিসারিনের মিশ্রণে শুধু glitter powder ঢেলেও সুদৃশ্য জার বানানো যাবে।