আসসালামুআলাইকুম, কেমন আছেন সবাই, আশা করি ভাল আছেন। প্রথমে এবারের এইচ. এস. সি পরিক্ষাথী ভাই ও বোনদের কে অগ্রীম শুভেচ্ছা থাকল, আর আমার আজকের লেখাটা তাদের জন্য, কিভাবে তারা খুব কম সময়ে ও সহজে পরীক্ষার ফলাফল পাবে, সেই পদ্ধতিগুলা নিয়ে আলোচনা করবো, আশা করি যারা পরিক্ষার্থীদের ফলাফল দেখার কষ্ট লাঘব হবে, চলুন শুরু করি, ও এর ভিতর যদি কোন ভুল ত্রুটি হয়, তবে সবার কাছে অনুরোধ, দযাকরে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
প্রথমে কিছু তথ্য, সারাদেশে এই বছর ৮ হাজার ৩০৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ১২ লাখ ১৮ হাজার ৬২৮জন ছাত্রছাত্রী তার মধ্যে ৬ লাখ ৫৪ হাজার ১১৪ জন ছাত্র আর বাকি ৫ লাখ ৬৪ হাজার ৫১৪ জন ছাত্রী অংশগ্রহন করেছে।সরকারি ভাষ্য মতে আগামী ২৩ শে জুলাই ২০১৭ ইং তারিখে এইচএসসি (HSC)/ আলিম পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। নিয়ম অনুসারে ৬০ দিনের ভিতর সমমান পরিক্ষার ফলাফল ঘোষনা করা হয়, এবার ও তাই হচ্ছে, আগামী ২৪ জুলাই ৬০ দিন পূর্ন হওয়ার দিন, তার আগের দিনই শিক্ষাবোর্ডের মাধ্যমে বেলা ২ টার দিকে ফলাফল পাওয়া যাবে, কিন্তু ঠিক সে সময়ে সবাই একসাথে ফলাফল দেখতে গিয়ে খুব ভাল সমস্যায় পড়েন, এই সমস্যাগুলো যাতে না হয়, সেই আমি সব ধরনের প্রদ্ধতি নিয়া আলোচনার করবো, আশা করি খুব সহজে, কম সময়ের ভিতর প্রিয় পরিক্ষাথী ভাই ও বোনের খুব তাদের কাঙ্খিত ফলাফল জানতে পারবে তো শুরু করা য়াক।
কিভাবে জানা যাবে এবারের এইচ. এস. সি পরীক্ষার ফলাফল
১। সরকারি ওয়েব সাইটের মাধ্যমে
২। সরাসরি স্কুল কলেজ থেকে।
৩। এস এম এস র মাধ্যমে।
৪। এনড্রয়েড এপস (Android Apps)এর মাধ্যমে।
চলুন এক এক করে জেনে নিই পদ্ধতি গুলা………………….
১. সরকারি ওয়েব সাইটের মাধ্যমে জানার উপায়।
বাংলাদেশ সরকারের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সরাসির ফলাফল প্রকাশ করা হবে, বেলা ২টার দিকে ফলাফল পাওয়া যাবে।
অফিসিয়াল ওয়েবসাইট – www.educationboardresults.gov.bd
এবার জেনে নিই ফলাফল দেখার পদ্ধতি:
প্রথমে আপনি অফিসিয়াল ওয়েব সাইটে যাবেন
তারপর সেখানে এই রকম্ একটি ফর্ম পাবেন।
☞ প্রথমে আপনার পরীক্ষার ক্যাটাগরি নিবাচন করুন
☞ পরীক্ষার সাল দিন।
☞ পরীক্ষার বোর্ড দিন।
☞রেজিস্টেশন নাম্বার দিন।
☞ কেপচা পূরণ করে, সাবমিট করুন।
আশা করি সব ঠিক থাকলে আপনি আপনার ফলাফল পেয়ে যাবেন্।
বুঝার সুবিধার জন্য স্কিন শর্ট দিলাম
২। সরাসরি স্কুল কলেজ থেকে এইচ. এস. সি পরিক্ষার ফলাফল জানুন।
বেলা ২ টার পর আপনার প্রতিষ্টান থেকেই আপনার কাঙ্ক্ষিত এইচ. এস. সি পরীক্ষার ফলাফল সংগ্রহ করুন। কারন গ্রামের দিকে সবার ইন্টারনেট ব্যাবস্থা ভাল নাও থাকতে পারে।
৩।এস এম এস র মাধ্যমে এইচ. এস. সি পরিক্ষার ফলাফল জানার উপায়।
পরিক্ষার্থীরা চাইলে ঘরে বসেই এস এম এস প্রদ্ধতির মাধ্যমে ফলাফল জানতে পারবে। টেলিটক সিম এটার প্রধান ব্যাবস্থাপক। চলুন দেখে নিই কিভাবে ফলাফল পাবেন, আপনার মোবাইল এর মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন এই ভাবে…
☞ আপনার পরিক্ষার ধরন, স্পেস,
☞ বোর্ডের প্রথম তিন অক্ষর, স্পেস,
☞ রোল নাম্বার স্পেস,
☞ পরীক্ষার সাল,
☞ আর পাঠিযে দিন ১৬২২২ নাম্বারে।
HSC/Alim<space> first three letters of Board name<space> Roll no <space> 2017 send to 16222
আপনি ঘরে বসেই আপনার এইচ. এস. সি পরীক্ষার ফলাফল পেয়ে যাবেন। আরো ভালভাবে বুঝতে নিচের ইমেজ খেয়াল করুন।
সকল বোর্ডের প্রথম তিন অক্ষর লিখার নিয়ম দেখুন………..
4. এনড্রয়েড এপস (Android Apps)এর মাধ্যমে HSC Result 2017 জানার উপায়।
এটা খুব ভাল এটা এপস, খুব সহজে আপনি এইচ. এস. সি ফলাফল সহ প্রযোজনিয় অন্যন্য বিষয় জানতে পারবেন।
চলুন দেখি এই এপস সুবিদা গুলো্
– সহজে অনলাইনে ফলাফল জানা যাবে।
– ফলাফল পুনঃমূল্যায়ন এর পদ্ধতি দেওয়া আছে।
– এসএমএস এর মাধ্যমে ফলাফল জানতে পারবেন।
– শিক্ষা বিষয়ক বিভিন্ন খোঁজখবর পাবেন।
– ফলাফলের বিকল্প সাইট, খুব সহজে দেখতে পারবেন।
ও একটি সুখবর J আপনারা চাইলে খুব সহজে এই Website থেকে এইচ. এস. সি পরিক্ষার ফলাফল সবার আগে জানতে পারবেন। ফলাফল জানতে ……ক্লিক করুন
আশা করি পদ্ধতি গুলা আপনাদের উপকারে আসবে, আবারও এইচ. এস. সি পরিক্ষার্থীদের অগ্রিম শুভকামনা জানাচ্ছি, ভাল থাকবেন সবাই,সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এই কামানায় বিদায় নিচ্ছি, আসসালামুআলাইকুম্, আল্লা হাফেজ।