ইউটিউবে পড়াশোনা- ইংলিশ লিটারেচার শিখুন Cloud School Pro চ্যানেলের সাথে!

বাংলাদেশে পড়াশোনা একটা সময় অনেক কঠিন ছিল, কিন্তু বর্তমানে তা অনেক সহজ হয়ে গিয়েছে। এখন স্কুল-কলেজ আমাদের বাড়ির পাশে, হাতের নাগালে সকল বই। আর যারা Online কে ভালবাসে, তাদের জন্য YouTube হল বিশাল এক লাইব্রেরী, যেখানে বই হয়তো নেই, কিন্তু শিক্ষকের অভাব নেই। এমন কিছুই নেই যেটা অনলাইন বা ইউটিউব পাওয়া যাবেনা।

ইউটিউবে পড়াশোনার জন্য সব ধরনের ভিডিও টিউটোরিয়াল পাওয়া যায়, বিশেষকরে ইংরেজি, গনিত, বিজ্ঞান, ইত্যাদি। সম্প্রতি আমি ইংলিশ লিটারেচার নিয়ে বাংলায় ভিডিও লেকচার খুঁজছিলাম, কিন্তু কোথাও পেলাম না। হ্যাঁ, ইংলিশ টু ইংলিশ অনেক লেকচার পেলাম। তো সে সময় আমি ইংলিশ লিটারেচারের বাংলা লেকচার সম্বলিত একটি চানেল খোলার প্রয়োজন মনে করলাম। এবং Cloud School Pro নামে একটা চ্যানেল খুলে ফেললাম।

আমার ইংনরেজি সাহিত্যের ওপর ক্লাশ নেওয়ার অতীত অভিজ্ঞতা থেকে আমি কিছু ভিডিও লেকচার তৈরি করলাম, এবং মজার ব্যাপার হল, অনেকগুলো ভিউ ও সাবস্ক্রাইবার পেলাম। অনেকে আমাকে মেসেজ করা শুরু করল তাদের দরকারি লেকচার পাওয়ার জন্য। এতে আমি অনেক উৎসাহিত হলাম এবং একের পর এক ভিডিও দিলাম, এখনও দিচ্ছি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছি, অনেক লাইক-কমেন্ত পাচ্ছি, আরও বেশি উৎসাহিত হচ্ছি।

এখন কথা হলো, এই চ্যানেলটি কাদের জন্য ও কারা এখান থেকে বেশি জানতে পারবে? আসলে এটা একটি শিক্ষা মুলক চ্যানেল। এখানে ইংরেজির সকল বিষয়ের সমাধান দেওয়া হয়ে থাকে। বর্তমানে ইংলিশ লিটারেচারের ওপরে বেশি লেকচার শেয়ার করা হচ্ছে। সুতরাং, ইংরেজি সাহিত্যের শিক্ষার্থীরা বেশি উপকৃত হবে। এছাড়াও যারা ইংরেজি জানতে চায়, সাহিত্য সম্পর্কে জানতে চায়, তারাও উপকৃত হবে।

এই চানেলে অনেক গুলো প্লে লিস্ট আছে, যেমন- Poetry, Prose, Figure of speech, Skill Development, Grammar, Suggestion/Motivation, etc. এবং ভবিষ্যতে আরও অনেক ধরনের শিক্ষামুলক ভিডিও শেয়ার করব।

এই চ্যানেল নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা হল, শিক্ষার সকল শাখা নিয়ে ভিডিও তৈরি করা ও শেয়ার করা। একটি শিক্ষক টিম করা। আরও বেশি বেশি শিক্ষার্থীর কাছে পৌছা এবং সর্বোপরি শিক্ষা ক্ষেত্রে যতটা পারি অবদান রাখা।

নিচের ভিডিওতে দেখুন বিস্তারিত

 https://www.youtube.com/watch?v=GBqhO5wp7sg

ফেসবুকে লাইক দিন
https://www.facebook.com/cloudschoolpro/