দুই প্রশ্নের আই কিউ টেস্ট বলে দিতে পারে আপনার ব্যক্তিত্ব

২০১৬ সালে মনস্তত্ত্ববিদদের একটা দল গবেষণার মাধ্যমে বের করেন যে, কোন শহরে জনসংখ্যার ঘনত্ব এর অধিবাসীদের উপর ব্যাপক প্রভাব বিস্তার করে। দেখা যায় যে, হাই আই কিউ-র লোকেরা এই কারণে অভূতপূর্ব সব বৈশিষ্ট্য প্রদর্শন করে থাকেন!
মজার ব্যাপার হচ্ছে- মাত্র দুইটি প্রশ্নের উত্তর দিয়ে আপনি জেনে নিতে পারবেন আপনিও এই দলে কিনা! তবে জানিয়ে রাখি, ব্যক্তিভেদে এই টেস্টের ফলাফলে ভিন্নতা আসতে পারে।

প্রশ্নঃ আপনাকে শহরের সবচেয়ে ঘন বসতি পূর্ণ এলাকায় বসবাস করতে বলা হয়ে আপনার উত্তর কি হবে?

blank

উত্তরঃ    ১। না, পারবো না। বেশি মানুষজন থাকলে আমার দমবন্ধ হয়ে আসে।
            ২। সমস্যা হবে না, আমার অভ্যেস আছে।

প্রশ্নঃ বন্ধুদের সাথে টানা কয়েকদিন যোগাযোগ না হলে আপনার কি খারাপ লাগে আর মনে হয় যে সবাই আপনাকে ‘একঘরে’ করে দিয়েছে?

blank

উত্তরঃ    ১। কমবেশি হয় এমনটা।
            ২। নাহ, হয়না না।

ফলাফলঃ

blank

  • যদি দুটো ক্ষেত্রেই আপনি প্রথম উত্তরটি বেছে নেন, তবে বলতে হবে আপনি একজন ‘আরামপ্রিয়’ মানুষ।
  • যদি দুটো ক্ষেত্রেই আপনার উত্তর দ্বিতীয়টি হয়, তবে আপনি হচ্ছেন হাই আই কিউ বিশিষ্ট একজন বাস্তববাদী মানুষ।
  • [গবেষণায় দেখা গেছে এই ধরনের মানুষেরা বেশ মেধাবী হয়, সমস্যা সমাধানের ক্ষমতা অন্যদের তুলনায় তুলনামূলক বেশি আর যে কোন পরিবেশে তারা দ্রুত খাপ খাওয়াতে পারে। এই ধরনের মানুষেরা শহরতলীতে থাকার চাপও খুব সহজে সামলে নিতে পারে আর তাদের বন্ধুদের সহচার্যও খুব একটা দরকার হয় না। তারা অন্যদের তুলনায় বেশি স্বাধীনতা ভোগ করে এবং নিজেই নিজেকে সামলে নিতে পারে।]
  • যদি আপনার উত্তর দুটি প্রশ্নের ক্ষেত্রে দুই রকম হয়, তবে বলতে হবে আপনার ভেতরে আরামপ্রিয়তা এবং বাস্তববাদীতা দুই-ই সমপরিমাণে বিদ্যমান।