ঘুরে আসুন দৃষ্টিনন্দন নীলাদ্রি লেক থেকে ( ছবি-গল্প )

কবিগুরু বলেছিলেন, পুরো পৃথিবী ঘুরে দেখতে দেখতে ঘরের বাইরে দু’ পা বেরিয়ে ধানের শিষের উপর দু’ফোঁটা শিশির বিন্দুই দেখা হয়ে ওঠে না। আর তাই আজ বাংলাহাব এর ভ্রমণ পিপাসু পাঠক রিমি শারমীন এর সাথে আমরা বেরিয়ে পড়বো অনিন্দ্যসন্দুর নীলাদ্রি লেকের উদ্দেশ্যে। 

প্রথমেই বাসে করে যেতে হবে সুনামগঞ্জ। এরপর টেম্পূ বা বাইকে করে তাহেরপুর, সেখান থেকে ট্রলারে করে যেতে হবে টাঙ্গুয়ার হাওড়ে। সেখান থেকে টেকেরহাট গেলেই দেখা মিলবে সুন্দর এ হ্রদের। 
এই ছবিটি তুলেছেন-মামুন আবদুল কাইউম। blank blank blank blank blank blank blank

এই পোস্টের সব ছবির জন্য কৃতজ্ঞতা- রিমি শারমীন।

এছাড়া দেখতে পারেন টাঙ্গুয়া হাওর ভ্রমণ নিয়ে ৬ অক্টোবর চ্যানেল আই নিউজে প্রচারিত প্রতিবেদন। ধন্যবাদ অনভিত্তিক ভ্রমণ গ্রুপ বাংলার পথকে। রিপোর্টটি করেছেন মাজহারুল হক মান্না।
ভিডিও লিংক https://www.facebook.com/mazmanna3/videos/1654462751283013/ 

পোস্ট সম্পাদনা- জুলকারনাইন মেহেদী, সম্পাদক, বাংলাহাব।