মাতৃভাষা তার উৎস ও চরিত্রগুণে অসামান্য। মাতৃ ভাষা হিসেবে বাংলাকে পেয়ে আমরা নিজেদের ধন্য মনে করি। হয়তো , পূর্বপুরুষদের মহান আত্মত্যাগ না থাকলে হয়তো মাতৃভাষা হিসেবে বাংলাকে কখনই পাওয়া হতো না। তাই ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি অকৃত্রিম ভালবাসা আর শ্রদ্ধা নিবেদন করছি। আজকের লেখায় থাকছে ১৯৫২ সালের কিছু বিরল ছবি। ভাষা আন্দোলন শুধু যেনতেন কোন আন্দোলন নয়, এ আন্দোলন শেখায় অন্যায়কে কিভাবে প্রতিরোধ করতে হয়।
১৪৪ ধারা ভঙ্গের প্রশ্নে পুরাতন কলাভবন প্রাঙ্গণে আমতলায় ঐতিহাসিক ছাত্রসভা।
১৯৫৩ সালের ২১শে ফেব্রুয়ারি: ঢাকা হলের পিছনে নির্মিত শহীদ মিনার।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ভাষা সংগ্রামীদের ১৪৪ ধারা ভাঙার প্রস্তুতি, ২১ ফেব্রুয়ারি ১৯৫২।
২০ ফেব্রুয়ারী সন্ধ্যায় ঘোষণা আসে পরদিন অর্থাৎ ২১ ফেব্রুয়ারী ১৪৪ ধারা জারী …
১৯৫২ সালের ৪ ফেব্রুয়ারী নওয়াবপুর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ( তৎকালীন জগন্নাথ কলেজ) ছাত্রদের মিছিল।
২১ ফেব্রুয়ারি ১৯৫৩: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের প্রভাতফেরি।
আন্দোলনে জাগ্রত বাঙালি।
একুশে ফেব্রুয়ারি ১৯৫৩: পুরান ঢাকা কলেজ প্রাঙ্গনে ইডেন কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রীদের স্মৃতিস্তম্ভ নির্মাণ।
ভাষা শহীদ বরকতের সমাধিতে প্রার্থনারত বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতির জনক বংগবন্ধু শেখ মুজিবুর রহমান।
১৯৪৭ সালের ১২ ডিসেম্বর তদানীন্তন ঢাকা শহরের অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট এম গাফুরের পাঠানো সেই প্রতিবেদনের অংশ…
এটি তৈরী হবার ৭২ঘন্টার মধ্যেই পাকিস্তানি পুলিশ ভেঙে মাটিতে মিশিয়ে দেয়….