আলীকদম

বাংলাদেশ ভ্রমণ

বাংলাহাব ভ্রমণ- মিশন দামতুয়া

BY
Hasnat

ঢাকা থেকে সরাসরি শ্যামলী বাস আলীকদম বাজার যায়।অথবা চট্টগ্রাম বা ঢাকা থেকে কক্সবাজারগামী বাসে উঠে চকরিয়া স্টপেজে নামতে হবে।সেখান থেকে চাঁদের গাড়ি বা বাসে করে আলীকদম বাজার। সেখান থেকে মোটরবাইক ভাড়া করে আলীকদম-থানচি সড়ক হয়ে ১৭ কিলো নামতে হবে।ওখানেই কোন না গাইডের দেখা আপনি পেয়ে যাবেন।এরপর হেঁটে যেতে হবে পুরো ট্রেইল। অবশ্যই ভ্রমণের সময় যত্রতত্র প্লাস্টিকের জিনিসপত্র বা আবর্জনা ফেলে আসবেন না এবং স্থানীয়দের সাথে অসদাচারন করা থেকে বিরত থাকবেন।