বাংলা জয়

অন্যান্য ইতিহাস বাংলাদেশ বিশ্ব রহস্য
বখতিয়ার খিলজি , এবং নালন্দা ধ্বংস :ইতিহাস এর নির্মোহ দৃষ্টিকোন থেকে
নালন্দা , আমাদের বাঙালি দের শত শত বছর ধরে জমানো জ্ঞান ভাণ্ডার , আমাদের সহস্র সাধনার পুঞ্জি । গুপ্ত যুগে মধ্যভারতীয় গণ পন্ডিত দের , এরপরে হর্ষবর্ধন আর পুশ্যভুতি রাজবংশ এর বিদগ্ধজন দের পদচারনা মাঝে যা সদা ছিল কর্মচঞ্চল , কনৌজ এবং মধ্যভারতীয় দের ক্ষমতা কমে গেলে , মহাত্নক উত্তরাপথস্বামী ধর্ম পাল এর অধীনে আসে এই মহাবিহার বা বিশ্ববিদ্যালয় , এরপরেই নালন্দা থেকে উৎসারিত হতে থাকে জ্ঞান এর ফল্গুধারা , যার মাঝে সেই সময়ের বাঙালির অবদান ছিল সিংহভাগ , কেননা ষোড়শ মহাস্থবীরগণ এর মাঝে নালন্দা এর , অন্তত তিনজন বাঙালি ছিলেন সেটি প্রমাণিত। কিন্ত এই বিশ্ববিদ্যালয় সহসা যেন হারিয়ে যায় আমাদের মাঝ থেকে , এর মাঝে থাকা লক্ষাধিক বই এর সংকলনে সজ্জিত মহাগ্রন্থাগার ধর্মগঞ্জ বা জ্ঞান এর নগরী ও সমাপ্ত হয়ে যায় । কেমন করে হয় এটা? আর নালন্দা কেনই বা ধ্বংস হয় ? আর এটিই কি ছিল এর প্রথমবার ধ্বংস হওয়া ? আর এর সাথে বাংলা কে সেন দের শাসন থেকে মুক্ত করা বখতিয়ার খিলজি এরই বা নাম কেন ? আসুন দেখা যাক ।