infinity war

রিভিউ

এভেঞ্জারসঃ ইনফিনিটি ওয়ার রিভিউ (সম্পূর্ণ স্পয়লারমুক্ত)

BY
Hasnat

অবশেষে বহুল প্রতীক্ষিত এভ্যাঞ্জারসঃ ইনফিনিটি ওয়ার মুক্তি পেল বাংলাদেশ সহ সারা বিশ্বে । প্রথম দিন প্রথম শো সিনেপ্লেক্স এ বসে উপভোগ করার জন্য অনেক আগে থেকে প্ল্যান-প্রোগ্রাম করে রেখেছিলাম আমি। গতকাল টিকিট কাটার জন্যে কি পরিমাণ কষ্ট যে করা  লাগলো তা আর নাই বলি! সিভিল ওয়ার, ব্যাটম্যান ভার্সাস সুপারম্যান, এভেঞ্জার আল্ট্রন, জাস্টিস লীগ সহ আরও অনেক হাইপ তোলা মুভির টিকিট কাটার অভিজ্ঞতা আমার আছে , কিন্তু এবারের মতন মানুষের ঢল আমি আর কখনোই দেখি নাই সেভাবে । যথারীতি টিকিট কাউন্টার এর সামনে যেয়েও (অনেক ঝড়-ঝাপটা পাড়ি দিয়ে) প্রথম শো’র টিকিট পেলাম না।