security consultant

লাইফ

ফ্রাঙ্ক এবেগনে: প্রতারক থেকে নিরাপত্তা বিশেষজ্ঞ বনে যাওয়া এক তরুণের গল্প

BY
Hasnat

নিজেকে ধরা পড়ার হাত থেকে নিরাপদ রাখতে তিনি একজন পাইলটের বেশ ধরার সিদ্ধান্ত নেন। কারণ ব্যাঙ্কগুলোতে গ্রাহক হিসেবে পাইলটদের সংখ্যাই বেশি ছিল। যার কারণে তাকে আলাদাভাবে কেউ সন্দেহ করবে না। নিজেকে পাইলট হিসেবে মানানসই করতে প্যান আমেরিকান এয়ারলাইন্স থেকে পোশাকও আনিয়ে নেন! এতে তাকে তেমন বেগ পেতে হয়নি। তাদের একজন পাইলটের পরিচয় চুরি করে নিজের পোশাক হারিয়ে যাওয়ার কথা বলে নতুন পোশাকের জন্য আবেদন করেন। আর কতৃপক্ষ এতে সাড়া দিয়ে তার হোটেলে পোশাক পাঠিয়ে দেয়।