নতুন বিড়াল পুষতে যে কয়েকটি বিষয় জানা জরুরী

সহজে পোষ মানা, আদুরে স্বভাব এবং অনেকটা শখের বসে বিড়াল পালতে পছন্দ করেন অনেকেই। আর অন্যান্য প্রাণীর মত বিড়ালও পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য। আর সদস্য হিসেবে, তার যত্ন নেওয়া আবশ্যক। তাই, শখের বসেই যদি বিড়াল পুষতে চান, তাহলে কয়েকটি বিষয় আপনাকে অবশ্যই জানতে হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক, কি কি বিষয় জানা জরুরী।

     প্রথমেই জেনে রাখা জরুরী যে, আপনি যে বিড়ালটি ঘরে আনতে চাচ্ছেন, সেই বিড়াল কোন মারাত্মক রোগে আক্রান্ত কিনা। রোগে আক্রান্ত বিড়াল ঘরে আনলে আপনার এবং আপনার পরিবারের মারাত্মক সমস্যা হতে পারে। বিড়ালের এলার্জিজনিত রোগ হয়ে থাকে। তাই, পশু ডাক্তারের পরামর্শ নিয়ে বিড়াল কিনতে যাবেন।

blank

     দ্বিতীয়ত, বিড়ালের জন্য প্রচুর পরিমাণে খাদ্য সরবরাহ করতে পারবেন কিনা? এবং বিড়ালের পুষ্টিকর খাবার সম্পর্কে আপনি অবগত আছেন কিনা? খাবারের পরিমাণ সম্পর্কে আপনার সঠিক ধারণা আছে কিনা? বিড়ালের খাবার কোথায় পাওয়া যাবে, দোকানে গিয়ে কিনবেন নাকি অনলাইনে সেই বিষয়ে বিশদ ধারণা রাখতে হবে আগে থেকেই। যদি দোকানে গিয়ে বিড়ালের খাবার কিনতে সময় না থাকে, তাহলে কিনতে পারেন অনলাইন থেকেই ঘরে বসে

blank

     বিড়াল খেলতে পছন্দ করে, তাই ঘরে বিড়াল আনার আগে তার জন্য খেলনা কিনে রাখুন। এতে করে সে খেলাধুলার সুযোগ পাবে। কারণ, অনেক বিড়াল আছে, যেগুলো, খেলার সুযোগ না পেয়ে, ঘরে চুপচাপ বসে থাকে, এবং মেজাজ খিটখিটে হয়ে আঁচর মারতে শুরু করে। তাই, বিড়ালের জন্য খেলনা কিনে রাখুন।

blank

     বিড়ালের সাথে সময় কাটানোর যথেষ্ট সময় আছে কিনা সেইদিকে খেয়াল রাখুন। কারণ, বিড়াল একা থাকতে পছন্দ করেনা। আপনি যতই ব্যস্ত থাকুন না কেন, বিড়ালের জন্য কতটুকু সময় দিতে পারবেন সেইদিকে খেয়াল রাখুন।

blank

    এবং পরিশেষে, বিড়াল পোষার জন্য নির্দিষ্ট জায়গা আছে কিনা সেইদিকে খেয়াল রাখতে হবে। কারণ, বিড়ালকে এমন জায়গায় রাখতে হবে, যাতে করে কোন ফাক-ফোকর দিয়ে বাইরে বেরিয়ে যেতে না পারে। তাই, ঘরে বিড়াল আনার আগে, বিড়ালের জন্য দরজা জানালা বেষ্টিত ঘর মেনেজ করতে পারবেন কিনা সেইদিকে নজর রাখতে হবে।

অতএব, উপরে উল্লেখিত কিছু বিষয় নিয়ে আপনি যদি প্রস্তুত থাকেন, তাহলেই আপনি ঘরে বিড়াল এনে বিড়াল পুষতে পারবেন, এবং অনেক কিছুই সহজ হয়ে যাবে।