জেনে নিন, প্রয়োজনীয় বাজার-সদাই করার কিছু অনলাইন মাধ্যম- যেখান থেকে আপনি অনলাইনে অর্ডার করে নিতে পারবেন নিরাপদ হোম ডেলিভারি।
করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশ সরকার ইতিমধ্যেই সাধারণ ছুটি বর্ধিত করেছে। এই সময়ের মধ্যে সবার চলাচলেও নিরুৎসাহিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে।
এই সংকটেও অনেক সংগঠন-ই নিজ উদ্যোগে এগিয়ে এসেছে। অনলাইনে অর্ডার নিয়ে বাড়িতে বাজার-সহ নিত্যপ্রয়োজনীয় জিনিস এবং ঔষধ ডেলিভারি দিচ্ছে। জেনে নিন, এরকমই কয়েকটি সংগঠন সম্পর্কে, যেখান থেকে অর্ডার করতে পারবেন বাড়িতে বসেই।
বাজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য (গ্রোসারি আইটেম):
৪- https://www.sheba.xyz/groceries
ঔষধ/মেডিকেল সাপোর্ট:
মাছ ও গোসত:
৪- www.mudiman.com/shop/meat-fish
কম্পিউটার ও ইলেক্ট্রনিক্স
https://ryanscomputers.com/
https://www.startech.com.bd/
রায়ান্স ও স্টারটেক-এর মত খ্যাতনামা প্রতিষ্ঠানিগুলো অনলাইনে অর্ডার করলেই কম্পিউটারসহ বিভিন্ন ইলেক্ট্রনিক গ্যাজেট পৌঁছে দিচ্ছে গ্রাহকের বাসায়।
এছাড়াও, বিভিন্ন সংগঠন আর্থিক সংকটে থাকা মানুষদের সাহায্যার্থে করছে বিভিন্ন সামাজিক কার্যক্রম। অনলাইনে ডোনেশন দিয়ে পাশে থাকতে পারেন তাঁদেরও।
ডোনেশন:
১- Mission Save Bangladesh: https://www.smanager.xyz/@Shebapos
২- ১টাকায় আহার: t.ly/Lgr0g
৩- অভিযাত্রিক: t.ly/eZwzr
[কন্ট্রিবিউশন পোস্ট]
শেয়ার করুন। প্রয়োজনীয় তথ্যটি নিজে জানুন এবং অন্যকেও জানান।
#ভালোথাকুন