যে ট্রেনগুলোতে জীবনে একবার হলেও চড়তে চাইবেন!

কি? শিরোনাম দেখে নাক কুঁচকে গেছে? ভাবছেন- ট্রেন? হুহ!

তবে জানিয়ে রাখি- আজ আপনাদের এমন কিছু ট্রেনের কথা জানাবো যেগুলোতে টাকার বস্তা নিয়ে বছরের পর বছর অপেক্ষা করার পরেও অনেকে চড়ার সুযোগ পায় না! অন্যান্য যানবাহনের তুলনায় এসব ট্রেনের টিকেটের দামও রীতিমত আকাশ্চুম্বী। তবে আশার কথা হচ্ছে- বিলাসবহুল এই সকল ট্রেনে চড়ে আপনি নিরাশও হবেন না, “ওয়ান্স-ইন-এ-লাইফ-টাইম” অভিজ্ঞতা বলে কথা! তবে এসব ট্রেনে চড়ার ক্ষেত্রে আপনি ছোটখাটো একটা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে পারেন, সেটি হচ্ছে- এসব ট্রেনের বেশির ভাগই বছরে মাত্র একটি ট্রিপ পরিচালনা করে। কিন্তু ট্রেনে চড়তে চাওয়া যাত্রীর তালিকা এতই বিশাল যে একটি মাত্র টিকেট পাওয়ার জন্য আপনাকে রীতিমত যুদ্ধে নামতে হতে পারে!

The Orient Express

টিকেট শুরু – ১১৬০ ডলার থেকে

blank

ইস্ট এবং ওয়েস্ট কে যোগ করা প্রথম ট্রেন এটি। এই রেলওয়ে ট্র্যাকের উপর ভিত্তি করে লেখা আগাথা ক্রিস্টির ‘Murder on the Orient Express’ বইটি পড়া আছে নিশ্চয়?

The Eastern & Oriental Express

blank

টিকেট শুরু – ২২১৭ ডলার থেকে

blank

সিঙ্গাপুর থেকে মালেশিয়া হয়ে ব্যাংকক যাওয়া এই ট্রেনকে একটা সত্যিকারের ফাইভ স্টার হোটেলের সাথে তুলনা করা যায়!

The Blue Train

 

blank

টিকেট শুরু- ৭৪০ ডলার থেকে

blank

দক্ষিণ আফ্রিকার ছবির মত সুন্দর দক্ষিণ উপকূল ধরে এই ট্রেন চলে। এই ট্রেনের যাত্রীরা আফ্রিকার বিস্তৃর্ণ তৃণভূমিতে মুক্তভাবে চরে বেড়ানো হরিণ, জিরাপ আর বুনো মহিষ দেখতে পাবেন!

The Golden Chariot

blank

টিকেট শুরু – ৫৭৩০ ডলার থেকে

blank

বিশ্বের সেরা প্যাসেঞ্জারস ট্রেনগুলোর মাঝে এটা একটা। ব্রিটেনের রাণীর ব্যক্তিগত ট্রেন ‘Blue Express’ এর আদলে এটাকে সাজানো হয়েছে।

The Rovos Rails Express

blank

টিকেট শুরু – ১২০০ ডলার থেকে

blank

বিলাসবহুল এই ট্রেনের শেষ মাথায় প্যানোরমিক ভিউ সমৃদ্ধ একটা অবজার্ভেশন কার আছে, যেখানে বসে আপনি চারপাশের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে পারবেন।

The Royal Scotsman

blank

টিকেট শুরু – ২৯৩৫ ডলার থেকে

blank

স্কটল্যান্ডের সবচেয়ে আরামদায়ক ট্রেন এটা। এর পুরো একটা বগিকে অত্যাধুনিক স্পা সেন্টারে রূপান্তর করা হয়েছে।

The Maharajas’ Express

blank

টিকেট শুরু – ৬৮৪০ ডলার থেকে

blank

এশিয়ার সবচেয়ে বিলাসবহুল, সবচেয়ে দামি ট্রেন এটা। ‘রয়্যাল ইন্ডিয়ান প্যালেস’-এর আদলে দূরযাত্রার জন্য এটাকে সাজানো হয়েছে।

The Imperial Russia

blank

টিকেট শুরু – ৫২৭৪ ডলার থেকে

blank

বিশ্বের সবচেয়ে বিখ্যাত এবং বিলাসবহুল ট্রেনগুলোর মাঝে এটা একটা। এটা বছরে মাত্র একবার ছাড়ে এবং মাত্র তিনটা রুটে ভ্রমণ করে।

The Golden Eagle Express

blank

টিকেট শুরু – ১৫৪৯৫ ডলার থেকে

blank

বিশ্বের সবচাইতে দামি ট্যুরিস্ট ট্রেন এটি। লাইব্রেরি, বার, বলরুম- কি নেই এতে!

 

তথ্যসূত্রঃ ইন্টারনেট।