বুক রিভিউ: বাঘ মামা হালুম হালুম”

বুক রিভিউ :” বাঘ মামা হালুম হালুম “
লেখক : পূজা ধর
ধরন : ছড়াগ্রন্থ
প্রকাশনী: দাঁড়িকমা প্রকাশনী

“আয় আয় চাঁদ মামা,
টিপ দিয়ে যা।
চাঁদের কপালে চাঁদ,
টিপ দিয়ে যা। “

ছড়া বাংলা সাহিত্যের অতীব চমকপ্রদ এক মাধ্যম যেটি তার ছন্দের মোহে আচ্ছন্ন করতে সক্ষম ছোট থেকে বড় সকলকে।
লেখালেখির হাতেখড়ি বাংলাহাবের মাধ্যমে। নিজের লেখা ছাপা অক্ষরে দেখার ইচ্ছে ছিলো প্রবল। বাংলাহাব লেখার সুযোগ দিয়ে আত্নবিশ্বাস বাড়ানোর জন্য বাংলাহাবের পুরো টিমকে অশেষ ধন্যবাদ।

অতি শীঘ্রই দাঁড়িকমা প্রকাশনী হতে প্রকাশিত হতে যাচ্ছে আমার লেখা প্রথম ছড়াগ্রন্থ “বাঘ মামা হালুম হালুম “। মোট ১৬ টি ছড়ার সমন্বয়ে সাজানো হয়েছে বইটি।

হালুম হালুম
বাঘ মামা, বাঘ মামা
গায়ে কালো-হলুদ জামা।
চোখ জোড়া গোল গোল,
নাকের ডগায় সরু লোম।
হাওয়ায় দোলে বাঁকা লেজ,
চার-পায়ে ভীষণ তেজ।
মামা ডাকে হালুম হালুম,
ভয়ে মরে গেলুম গেলুম।

এমন মজাদার ছড়ার সমন্বয়ে সাজানো হয়েছে বইটি। ছড়া গুলো এমন ভাবে উপস্থাপনের চেষ্টা করেছি যাতে শিশুদের জন্য রয়েছে আনন্দের পাশাপাশি শিক্ষণীয় বহু উপাদান। শিশু -কিশোরদের পাশাপাশি বড়রা খুঁজে পাবে তাদের শৈশবের এক টুকরো স্মৃতি।

শিশুদের হাতে মোবাইল ফোনের পরিবর্তে বই তুলে দিন উপহার হিসেবে। একটি বই উপহার দিবে মূল্যবান কিছু জ্ঞান ।

শীঘ্রই পাবেন–
ঢাকা বইমেলাতে দাঁড়িকমা প্রকাশনীতে, স্টল নং ৬৬৬
লিটল ম্যাগ চত্বর স্টল নং -৭২
খুলনা স্টল নং -৭৪
সিলেট স্টল নং-১৬ ও চট্টগ্রাম বইমেলা
দাঁড়িকমা প্রকাশনী