হরিণঘাটা বনাঞ্চলের ছবিব্লগ

সমুদ্রকন্যা কুয়াকাটা গেলে ফাতরার বন কিংবা টেংরাগিরির বন নামে একটি জায়গার কথা শোনা যায়, যেখানে ট্রলারে করে যেতে হয়। হরিণঘাটার এই বনটিই স্থানীয়দের কাছে ফাতরার বন নামে পরিচিত। ২০১০ সালে বনবিভাগ এ জায়গাটির নামকরণ করে টেংরাগিরি বণ্যপ্রাণী অভয়ারণ্য। এ বনের পূর্ব দিকে রয়েছে কুয়াকাটা।

বঙ্গোপসাগরের মোহনায় পায়রা, বিষখালী আর বলেশ্বর- এই তিন নদীর সঙ্গমস্থলেই অবস্থিত হরিণঘাটার সৃজিত বনটি মাঝনদীতে নৌকা আসার পর বিপরীত দিকের দৃশ্য
blank
অকৃত্রিম বনের মাঝে ছড়িয়ে থাকা সবুজের সমারোহ
blank
ছোটো একটা খাল পারাপারের জন্য বানানো হয়েছে সেতু, তবে মোটেও ঠুনকোভাবে নয়। মোটামুটি তিন মানুষ হেঁটে যাওয়া পথ, দুইপাশে লোহার রেলিং। খানিক বাদেই সেতুটি সিঁড়ি বেয়ে উঠে গেছে আরোও উঁচুতে।
blank
বনের মধ্য দিয়ে চলে গেছে এঁকেবেঁকে পায়েচলা পথ

blank
এই বনের সবচেয়ে আকর্ষণীয় দিকগুলোর একটি হলো বনের ভেতর সর্পিলাকারে ছড়িয়ে থাকা একাধিক খাল
blank
রঙিন বন জঙ্গল
blank
ওয়াচ-টাওয়ারএর পথ
blank
ওয়াচ-টাওয়ারের উপর থেকে হরিণঘাটা

সবগুলো ছবির সোর্স: মাদিহা মৌ