বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে যাত্রা শুরু করলো বাংলাদেশের প্রথম কার্টুন ভিত্তিক ওয়েব পোর্টাল “সঙবাদ“। গত ১৩ জানুয়ারি, ২০১৭ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ ওয়েবসাইটের উদ্বোধন করেন প্রখ্যাত কার্টুনিস্ট ও “উন্মাদ” ম্যাগাজিনের সম্পাদক আহসান হাবীব।
কার্টুনের মাধ্যমে সামাজিক সচেতনতা সৃষ্টিই এ ওয়েবসাইটের মূল লক্ষ্য। প্রথম সংখ্যায় ফকির লালন শাহর ধর্মনিরপেক্ষতার ধারণাকে তুলে ধরা হয়েছে। প্রথম সংখ্যার ভূমিকায় বলা হয়েছে,
“সঙবাদে স্বাগতম
একটি নতুন পৃথিবীর স্বপ্ন দেখা অসম্ভব নয় যা মুক্ত ও স্বাধীন। যা প্রস্তরকালীন বর্বরতা সমর্থন করে না বরং নিবেদিত প্রতিটি প্রাণের জন্য। প্রাণের রহস্য অনুধাবন করার চেষ্টা সবসময় মূলক। একটি নতুন পৃথিবীর স্বপ্ন নিয়েই সঙবাদের আত্মপ্রকাশ। সঙবাদ মূলত সামাজের দর্পন। যেখানে চার দেয়ালে বন্দি চিন্তায় কোনো দেয়াল নেই। প্রথা একটি চর্চা হলেও কোনো গোড়ামি নেই। আর কথায় প্রতিফলিত হয় মাটি, মানুষ, সমাজ, সংস্কৃতি, কৃষ্টি তথা উদ্দেশ্যহীন গন্তব্য। তবে, সংবেদনশীলতা সঙবাদের অধ্যাবসায় হলেও তা প্রচণ্ড অনুভূতিশীলও। সুখের মতো তুচ্ছ বিষয় সঙবাদের আলাপে আসে না, বরং সঙবাদের গম্ভীরতা আরও গম্ভীর হয় যখন চারপাশে ঘটেচলা অশ্লিলতম প্রহসনগুলো তার উদ্বেগের কারণ হয়। বৃত্তকেন্দ্রিক মূল্যবোধ- প্রচলিত ব্যবস্থার পুনরাবৃত্তি কিংবা অর্থচিন্তার রূপান্তর কেবল পরাধীনতাই নয় অর্থহীনচিন্তায় প্রদক্ষিন করা শ্রেণি রাজত্বও সঙবাদের দৃষ্টিতে সভ্যতার কারাগার। তবে সঙবাদে সুখ, প্রেম-ভালবাসা ও প্রজ্ঞায় গুণান্বিত হয়ে বোধের বহিঃপ্রকাশ ঘটবে। আর তার বিচরণ রণে, বনে, জলে, জঙ্গলে।”
কারা আছেন এই টিমে?
ফারহান নূর শারিক ( সমন্বয়ক, সম্পাদক সভা )
শুচিতা সপর্যা (সহ সমন্বয়ক, সম্পাদক সভা)
ধীমান সরকার (সদস্য, সম্পাদক সভা)
সনদ বিশ্বাস (সদস্য, সম্পাদক সভা)
নাসিফ আহমেদ (সদস্য, সম্পাদক সভা)
নাজরিন সুলতানা (সদস্য, সম্পাদক সভা)
আরো জানতে ভিজিট করুন http://www.shangbaad.com/ এই ঠিকানায়।