***এই পেজটি আপডেট করা হচ্ছে।***
বাংলাহাব.নেট এ সরাসরি লেখা সাবমিট করতে হলে আপনাকে যা করতে হবে।
ভিডিও ইন্সট্রাকশন ফলো করতে পারেন
১। প্রথমে আমাদের ওয়েব সাইটে রেজিষ্ট্রেশন করতে হবে। লিক্ন – https://banglahub.com.bd/register/। রেজিষ্ট্রেশন পেজে আপনাকে সব ইনফরমেশন দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে। আপনি সরাসরি আমাদের ওয়েব সাইটের Sidebar থেকেও রেজিষ্ট্রেশন পেজে যেতে পারেন।

রেজিষ্ট্রেশন এর পর অবশ্যই আপনার ইমেইল চেক করবেন একাউন্ট একটিভেট করার জন্য।
২। তাছাড়া আপনি রেজিষ্ট্রেশন ছাড়াও সরাসরি আমাদের ওয়েব সাইটের হোম পেইজের ডান দিকের কলাম বা সাইডবার থেকে Facebook ও Twitter দিয়ে লগইন করতে পারেন।
৩। আপনার একাউন্ট একটিভ হলে আপনি আমাদের সাইটে লগইন করতে পারেন আপনার Credentials গুলো দিয়ে।
৪। লগইন হয়ে গেলে আপনি সরাসরি আপনার প্রোফাইল পেজে যাবেন। এখানে আপনি আপনার প্রোফাইল সাজাতে পারবেন নিজের ইচ্ছা মত। ঠিক ফেসবুক প্রোফাইলের মতোই।
৫। আপনার প্রোফাইল পেজে নিচের চিত্রের মত দুটি Section আছে। এখন থেকে পোষ্ট Section এ ক্লিক করুন।
৬। এই খানে দুটি অপশন পাবেন। একটি হল Add New Post, অন্যটি List post।
৭। এখান থেকে Add New Post এ ক্লিক করলে লেখা Submit করার সব ফিল্ড পাবেন। এখানে তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে।
উপরের ফরম সব ঠিক ভাবে পূরণ করে লেখা সাবমিট করা হলে তা আমাদের আর্কাইভে জমা হবে, যা পরবর্তীতে সম্পাদনা সাপেক্ষে প্রকাশিত হবে। লেখা প্রকাশের ক্ষেত্রে বাংলাহাব.নেট এর সিদ্ধান্তই চূড়ান্ত।
তো দেরি কেন লেখা শুরু করে দিন এখনি! লেখার নিয়ম পড়তে ভুলবেন না।