প্রাণীদের সম্পর্কে এলোমেলো কিছু তথ্য

১. গরিলা মানুষের ঠান্ডা, কাশি, সর্দিসহ অন্যান্য অসুখ ধরতে পারে।

২. শিকারের ক্ষেত্রে মাদী সিংহ ৯০ শতাংশ সফল।

৩. পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রকায় কুকুর ছিল ইয়র্কশায়ার টেরিয়ার, যেটির ওজন ছিলো মাত্র চার আউন্স।

৪. কচ্ছপ, পানির সাপ, কুমির, ডলফিন, তিমি এবং আরোও অন্যান্য জলজ জীবকে যদি সমুদ্রগর্ভপথে কিংবা সমুদ্রের গভীরে দীর্ঘক্ষণ ডুবিয়ে রাখা হয়, তাহলে এরা পানিতে শ্বাসরুদ্ধ হয়ে মরে যাবে।

নীল তিমিকে সমুদ্রের গভীরে দীর্ঘক্ষণ ডুবিয়ে রাখা হলে এরা পানিতে শ্বাসরুদ্ধ হয়ে মরে যাবে; Image source : ftw.usatoday.com

৫. পৃথিবীর মোট শুকরের প্রায় অর্ধেক পরিমাণ শুকরই চীনা কৃষকদের দ্বারা পালিত হয়।

৬. গড়পড়তায় কুকুরের দৃষ্টিশক্তি মানুষের চেয়ে প্রখর, তবে তা রঙিন নয়।

৭. হরিণের পিত্তকোষ নেই।

৮. সবুজ ভূমিতে প্রতি একর জায়গায় গড়ে ৫০,০০০ মাকড়সা বিচরণ করে।

৯. সাপ মাংসাশী প্রাণী। অর্থ্যাৎ এরা কেবল ছোট ছোট প্রাণী খেয়েই বেঁচে থাকে। সেটা হতে পারে পোকামাকড়, পাখি, ব্যাঙসহ অন্যান্য ক্ষুদ্র স্তন্যপায়ী প্রাণী।

blank

সাপ কেবল ছোট ছোট প্রাণী খেয়েই বেঁচে থাকে; source : grunge

১০. আলাস্কায় যখন কেউ আমেরিকান মুজ হরিণ শিকার করে, তখন তার কানের কাছে ফিসফিস করা বেআইনী।

১১. স্তন্যপায়ীদের মধ্যে একমাত্র বাদুড়ই উড়তে পারে।

১২. ১২০০ প্রজাতির বাদুরের বেশিরভাগেরই পায়ের হাড় খুবই পাতলা। কেবল দুই ধরণের বাদুর হাঁটতে পারে। এরা হচ্ছে ভ্যাম্পায়ার ব্যাট এবং গর্তবাসী বাদুড়।

blank

স্তন্যপায়ীদের মধ্যে একমাত্র বাদুড়ই উড়তে পারে;
Image source : sun diego zoo animals and plants

১৩. কিছু পুরুষ গানের পাখি দিনে ২০০০ বারেরও বেশি বার গান গায়।

১৪. স্তন্যপায়ীদের মধ্যে শুধুমাত্র হাতী, কুঁজো তিমি এবং মানুষের মধ্যে মেয়েরা ঋতুবতী হয়।

১৫. প্রাইমেটের মধ্যে দুই ধরণের প্রজাতির সত্যিই নীল চোখ আছে। তাদের একটি হলো ব্লু আইড লেমুর।

blank

ব্লু আইড লেমুরের চোখ সত্যিই নীল রঙের হয়; Image source : Duke lemur centre

১৬. একটি টারান্টুলা মাকড়শা খাবার ছাড়া দুই বছরেরও বেশি সময় বেঁচে থাকতে পারে।

১৭. পৃথিবীর প্রতিটির মানুষের জন্য গড়ে ১০ লক্ষ পিঁপড়ে রয়েছে।

১৮. আপনি যদি ক্যাঙ্গারুর লেজ মাটির উপরে ধরে রাখেন, তারা যেভাবে লাফিয়ে লাফিয়ে হাঁটে, তা আর করতে পারবে না। কারণ ক্যাঙ্গারুরা নিজেদের লেজ ব্যবহার করে ভারসাম্য রক্ষা করে।

১৯. একটি অন্ধকার কক্ষে যদি গোল্ডফিশকে রাখা হয়, এটি পাণ্ডুর বা ফ্যাকাসে রঙ ধারণ করবে।

blank

অন্ধকার কক্ষে গোল্ডফিশকে রাখা হলে এটি পাণ্ডুর বা ফ্যাকাসে রঙ ধারণ করবে; Image source : live Aquaria

২০. গরু দাঁড়িয়ে ঘুমাতে পারে, কিন্তু তারা স্বপ্ন দেখে কেবল শুয়ে ঘুমালেই।

২১. “The quick brown fox jumps over a lazy dog.” এই বাক্যটি পড়ুন। কোনো বিশেষত্ব খুঁজে পাচ্ছেন? পাচ্ছেন না? আমি বলছি। এই বাক্য লিখতে ইংরেজি বর্ণমালার সবগুলো বর্ণ ব্যবহার করা হয়েছে।

৩০. শেয়ালের গড় ওজন ১৪ পাউন্ড।

৩১. লাল শেয়ালের বৈজ্ঞানিক নাম Vulpes vulpes.

৩২. এক প্রজাতির বৃহদাকৃতির কুমির অ্যালিগেটর ৩০ থেকে ৫০ বছর বাঁচে।

blank

অ্যালিগেটর ৩০ থেকে ৫০ বছর বাঁচে; Image source : business Insider

৩৩. হাতির একটি মাত্র দাঁতের ওজন ৯ পাউন্ড

৩৪. টার্কি পাখি উত্তর আমেরিকার বিখ্যাত পাখিগুলোর মধ্যে অন্যতম।

৩৫. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকানরা বাদুড়দের বোমাবর্ষণ করার জন্য প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করেছিলো।

৩৬. ধূসর নেকড়ের বৈজ্ঞানিক নাম হলো- Canis lupus lupus.

৩৭. কুকুরকে পোষ মানানো বা আদেশ মানানো সহজ হয় যদি তাদের অঙ্গভঙ্গী করে কিংবা হাত দিয়ে সংকেত দেওয়া হয়।

৩৮. খুব অল্প কয়েক ফোঁটা এলকোহলও যদি কাঁকড়াবিছের শরীরে দেওয়া হয়, এটি পাগলের মতো আচরণ করে এবং নিজেই নিজেকে দংশন করে মেরে ফেলে।

blank

কাঁকড়াবিছে এলকোহল সহ্য করতে পারে না; Image source : health line

৩৯. পুরুষ খরগোশদের ডাকা হয় “বাকস”, আর স্ত্রী খরগোশদের ” ডাজ”।

৪০. ফ্ল্যামিঙ্গোরা তখনই খেতে পারে যখন তারা নিজেদের মাথার উপরিভাগ নিচে নামাতে পারে।

ফ্ল্যামিঙ্গোরা তখনই খেতে পারে যখন তারা নিজেদের মাথার উপরিভাগ নিচে নামাতে পারে; source : omar bariffi

৪১. পিঁপড়ে কখনোই ঘুমায় না। এমনকি এদের কোনো শ্বাসযন্ত্র নেই।

৪২. এক দল পেঁচাকে পার্লামেন্ট বলা হয়৷

৪৩. একটি সদ্য জন্ম নেওয়া চীনা জল হরিণ এতোই ছোটো যে একে হাতের করতলে নেওয়া যাবে।

blank

সদ্য জন্ম নেওয়া চীনা জল হরিণ আকারে খুবই ছোটো হয়; Image source : pinterest

৪৪. গরুর পাকস্থলী এতো বড় যে এটি চারটি খণ্ডে বিভক্ত। এবং খাবার পরিপাকের জন্য সেবনকৃত খাবার ভিন্ন ভিন্ন ধাপে নিক্ষেপ করা হয়।

৪৫. আপেল ও নাশপাতির বীজ খুবই বিশাক্ত। এতে ক্ষতিকর আর্সেনিক থাকে। এটি এতোটাই বিশাক্ত আর্সেনিক ধারণ করে, যা কুকুরের মৃত্যুর কারণ হতে পারে।

৪৬. ফ্ল্যামিংগোরা গোলাপি রঙের; কারণ এদের প্রধান খাদ্য হলো চিংড়ি মাছ।

৪৭. যখন একটি পুরুষ বাঘ এবং মাদী সিংহ মিলিত হয়, তখন তারা জন্ম দেয় একটি tigon, আবার যখন একটি পুরুষ সিংহ এবং মাদী বাঘ মিলিত হয়, তখন তারা জন্ম দেয় একটি liger.

৪৮. ফরাসী পুডল কুকুরের জন্ম মোটেও ফ্রান্সে নয়, বরং তারা এসেছিলো জার্মানী থেকে।

৪৯. একটি পুরুষ ছাগল জন্মগ্রহণ করার ৮-১০ মাসের মধ্যেই প্রজনন ক্ষমতা অর্জন করে।

৫০. টার্কি পাখিদের ঘ্রাণশক্তি ভালো নয়, কিন্তু তাদের স্বাদ গ্রহণ করার ক্ষমতা প্রখর।

Feature lmage: SMI SHIHAB