অল্প পুঁজির ক্ষেত্রে ১/২ লাখ টাকা নিয়ে অনেকেই বসে আছেন ৷ কোথায় টাকাটা কাজে লাগাবেন তা নিয়ে হিমশিম খাচ্ছেন ৷ সবাই চায় বিনা পরিশ্রমে শুধু বিনিয়োগ করেই আয় করতে৷ কেউ পরিশ্রম করতে চায়না । কিন্তু দেশের ব্যবসার যে হাল তাতে বিনা পরিশ্রমে টাকা উপার্জন কী এতোই সোজা ??
আমরা বৈদেশিক মুদ্রা বিনিময় বাজারে নিজেরা কাজ করি আর কীভাবে কাজ করে তা অনেককেই শিখাচ্ছি । অবশ্যই ফি নিব, তারপর শিখাবো । প্রাতিষ্ঠানিক ভাবে কাজটার জন্য আপনাকে প্রশিক্ষণ নিতে হবে৷ আমরা প্রাতিষ্ঠানিকভাবে হাতে -কলমে, কাজটি শিখিয়ে থাকি। একটি মার্কেটপ্লেসে নতুন করে কাজ করতে হলে সেই মার্কেটপ্লেস সম্পর্কে আনুষঙ্গিক জ্ঞান ও লাভ-লোকসানের ব্যাপার থাকে, যা আমরা আমাদের এই প্রশিক্ষণের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের আন্তরিকভাবে শিখানোর চেষ্টা করি। তাছাড়া গত বছর এশিয়া থেকে প্রথম স্থান দখলকারী ইন্টারন্যাশনাল ব্রোকারের (WESTERN FX) একটি প্রতিষ্ঠান হওয়ায় আমরা টাকা লেনদেন ও দক্ষ প্রশিক্ষণের পাশাপাশি কাজ চলাকালীন সময়ে যেকোন সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি । কাজটি কিন্তু অবশ্যই আপনাকে ধৈর্য্য সহকারে শিখতে হবে ৷ সুবিধা শুধু এটাই যে একবার কাজ শিখা হয়ে গেলে আপনি যে কোন জায়গায় বসেই আপনার স্মার্ট ফোন দিয়ে কাজ করতে পারবেন ৷
যারা কাজটি সম্পর্কে কিছুই জানেননা তারা গুগলে সার্চ করবেন — Forein currency exchange Market…বিস্তারিত জানতে পারবেন ৷
অার প্রশিক্ষণ হবে বাংলাদেশের কয়েকটি জেলায় — ঢাকা , সাভার , টাংগাইল , মাদারীপুর ।
নাম রেজিষ্টার করতে যোগাযোগ করুন : ০১৬৩৬৯৩০৯৫৫
বিডি আইটি একাডেমী (পার্টনার প্রতিষ্ঠান WESTERN FX)
পান্থপথ, ঢাকা ।