অবকাঠামো

মতামত

বিগত দুই যুগের সবচেয়ে ক্লাসিক আন্দোলন

BY
Hasnat

বাংলাদেশের মত দেশে এখন পর্যন্ত কোন যৌক্তিক দাবী আন্দোলন ছাড়া আদায় হয়নি। আর এটা থেকেই পরিষ্কার ধারণা নেয়া যায় যে,দেশের জনপ্রতিনিধি এবং নীতিনির্ধারকরা কতটা পিছিয়ে। কারন নীতি নির্ধারক কিংবা জনপ্রতিনিধি দের মূল কাজই হচ্ছে, জনগনের যৌক্তিক দাবী এবং দেশের বৈষম্য দূর করার পদক্ষেপ নেয়া।