দুই হাত
গল্প
অর্ণব দে সরকারের গল্প- দুই হাত
BY
Hasnat
ট্রেন লাইনের উপর পা ফেলে মন্থর গতিতে হাটছিলো তিতলি। সরু লাইনের উপর পা ফেলে ভারসাম্য রেখে হেঁটে চলা তিতলির ছোটবেলা থেকেই অভ্যাস, যখনই মনখারাপ লাগে তিতলি এইভাবে বেরিয়ে পরে, কখনো তো দুতিনটা স্টেশন পেরিয়ে যায় মনের অজান্তে। আজ মন খারাপ করে সে ভোররাতেই বেরিয়ে পড়েছিল। ছোট ভাইটার কাশি বেশ কদিন হলো কিছুতেই সারছে না. মাঝেমধ্যে মুখ দিয়ে রক্ত বের হচ্ছে।