বাংলাহাব গল্প
গল্প
বাংলাহাব গল্প- নদীর বুক চিরে বয়ে চলা অজানা প্রতারণার রক্তস্রোত (শেষ পর্ব )
নরপিশাচগুলো নদীর দেহ টেনে হিঁচড়ে রুমের বাইরে নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে? নদীর চোখ বেঁয়ে কান্নার ফোঁটা ঝরে পড়ছে। তার মায়ের কথা খুব মনে পড়ছে। সেই আদর করে চুলে বিনুনি করে দেয়া, মুখে তুলে খাইয়ে দেয়া। হঠাৎ দেখতে পেল দূরে তার মা দাঁড়িয়ে আছে তাকে কোলে তুলে নেয়ার জন্য।
গল্প
গল্প- আয়না বাজির বাপ
নরেন কুমার পোদ্দার, আমার রুমমেট । প্রায় তিনমাস হলো সে – আমার সঙ্গে পোষাক কারখানায় সুপারভাইজার পদে চাকরি করছে । এতদিন বাহিরের হোটেলে মেস করে খাবার খেত । এখন আর তার বাহিরের খাবার ভাল লাগেনা । তাই রুমেই রান্না শুরু করেছে ইদানিং । সে আলাদা রান্না করে, আমিও আলাদা রান্না করি । আমি এঁশার নামাজ পড়ে ভাত খেতে বসলাম । নরেন পোদ্দার, সবজির প্লেট নিয়ে আমার সামনে এসে বসলো । আমার প্লেট ভর্তি গরুর মাংস আমি নিজেও লজ্জায় কিছু বলতে পারছি না । দাদা এক পিস ! নরেন পোদ্দার , মুচকি হেঁসে ওঠে গেল ।বড্ড মায়া হয় বেচারা কে দেখলে। খুব সহজ সরল ধাঁচের মানুষ । ভিতরে তার চোরাবালির নিপুণ কারুকাজ ।