সায়েন্স ফিকশন
গল্প
সায়েন্স ফিকশন- ওরিসিস ও তূর্য
BY
Hasnat
৮ দিন ভ্রমণের পর অবশেষে মহাকাশযানটি পৃথিবীর বাংলাদেশ নামক একটি দেশে অবতরণ করলো। যানটির এক অংশের দরজা খুলতেই দেখা গেল একটা মানবমূর্তি। সেই মূর্তিটি ধীরে ধীরে যান থেকে নামতে লাগলো। এই মানবমূর্তিই হলো টাইরট। টাইরট এসেছে গ্লিস নামক গ্রহ থেকে। সে এসেছে তার বন্ধু ওরিসিসকে খুঁজতে। ওরিসিস গতমাসে এসেছিলো পৃথিবীর বাংলাদেশে। কিন্তু একমাস ধরে তার কোনো খোঁজ নেই। তাই টাইরট এসেছে তাকে খুঁজতে।