after human
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব
AFTER HUMAN: DEMOLISHERS-পৃথিবীতে মানুষ না থাকলে কি ঘটবে?
BY
Hasnat
কোনো একটি ভিনগ্রহী সভ্যতা জেনে যায় মানুষ নামের এক উন্নত প্রজাতির অস্তিত্ব রয়েছে। তাও এই গ্যালাক্সিতে। কয়েকদিন নজরদারীর পর তারা দেখলো এই প্রজাতিটি প্রচুর এগিয়ে। তারা এমনকি পরমাণু থেকে কি করে শক্তি উৎপাদন করতে হয় তাও জেনে গেছে এবং এই শক্তির ধ্বংসাত্মক ক্ষমতাও অর্জন করেছে যা তাদের পক্ষে হুমকী স্বরূপ। ব্যাস, অমনি তাদের চুলকানি শুরু। তারা ভাবলো যদি এখন হতে কোনো ব্যবস্থা না নেয়া হয় তবে এই প্রজাতিটি তাদের জন্য এক বিরাট প্রতিপক্ষ হতে পারে। ফলে একটাই উপায়, সময় থাকতে এই প্রজাতিটিকে নিঃচিহ্ন করে ফেলতে হবে। তারা এমনি করে আসছে, যেসব উন্নত প্রজাতি বিকশিত হচ্ছে তাদের একে একে ধ্বংস করে দেয়। এজন্য পুরো মহাবিশ্বে সকলে তাদের এক নামে চেনে, ডেমোলিশার্স। তাদের সমকক্ষ এখনো কেউ হতে পারেনি।