বাংলাহাব ও ফেসবুক ভিত্তিক চাকরির প্রস্তুতিমূলক গ্রুপ Access to BCS- A2B এর যৌথ আয়োজনে বাংলাহাব-এ নিয়মিত প্রকাশিত হবে চাকরি ও ক্যারিয়ার ভিত্তিক বিভিন্ন লেখা।
৪১তম বিসিএসে আবেদনের পরে এখন প্রকৃত প্রার্থীরা বইপত্র কিনে পড়া শুরু করতে চাচ্ছেন। প্রিলির প্রস্তুতির জন্য কী কী বই পড়া দরকার, তার একটি তালিকা অনেকেই চেয়েছেন। আমিও আমার পছন্দের বইসমূহের একটি তালিকা দিচ্ছি, যা পুরো সিলেবাস কাভার করবে।
এই মুহূর্তে বোর্ড বই ও অন্যান্য সহায়ক বই বিস্তারিত পড়ার সময় নাই বিধায় আমি তালিকায় কোন বোর্ড বই বা সহায়ক বই রাখিনি। শুধু গাইড বা এ জাতীয় বইসমূহ তালিকায় দিয়েছি। টেক্সটবই ও অন্যান্য সহায়ক বইয়ের জন্য বাজারের প্রথম সংকলন “A2B INFOBOX” যথেষ্ট হবে আশাকরি। নিচে বইয়ের তালিকাটি দেওয়া হলো। একাধিক বইয়ের নামের ক্ষেত্রে একটি কিনলেই চলবে।
☑ বাংলা ভাষা ও সাহিত্য – জর্জ MP3 / অগ্রদূত
☑ ইংরেজি ব্যাকরণ – Master English / English for Competitive Exams
☑ ইংরেজি সাহিত্য – An Handbook on English Literature (Sharif Hossain Ahmad Chowdhury)
☑ গণিত – শাহীন’স ম্যাথ
☑ মানসিক দক্ষতা – জর্জ MP3
☑ ভূগোল ও দুর্যোগ ব্যবস্থাপনা – জর্জ MP3
☑ নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন – জর্জ MP3
☑ সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি) – জর্জ MP3/ বেসিক ভিউ/ সংক্ষিপ্ত সাধারণ জ্ঞান
☑ তথ্য প্রযুক্তি – Easy Computer / Exam Aid Computer
☑ সাধারণ বিজ্ঞান – A2B সাধারণ বিজ্ঞান (শীঘ্রই আসবে) [এই মুহূর্ত থেকে পড়তে চাইলে জর্জ MP3 পড়তে পারেন]।
☑ টেক্সট বইয়ের সংকলন – A2B INFOBOX
☑ ডাইজেস্ট – এসিওরেন্স
বিষয়ভিত্তিক প্রস্তুতি সম্পর্কে আলোচনা থাকবে ইন শা আল্লাহ।
আপনাদের জন্য শুভ কামনা।
লেখকঃ মাহফুজুল আলম। সহকারি শিক্ষক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। A2B INFOBOX, A2B বিসিএস লিখিত বিজ্ঞান ও প্রযুক্তি ও A2B FOCUS WRITING+ বইয়ের প্রণেতা।
বাংলাহাব অ্যান্সার্স থেকে বিসিএস সংক্রান্ত আরো কিছু প্রশ্ন
প্রশ্ন- বিসিএস লিখিত পরীক্ষায় পাস নির্ধারণ হয় কীভাবে?
উত্তরঃ বিসিএস পরীক্ষায় তিন ক্যাটাগরিতে আবেদন করা যায়। জেনারেল ক্যাডার, টেকনিক্যাল ক্যাডার, বোথ ক্যাডার। আবেদন করার সময় আপনি যদি জেনারেল ক্যাডারে আবেদন করে থাকেন, তাহলে আপনাকে মোট ৯০০ নম্বরের পরীক্ষায় অংশ নিতে হবে। আরো পড়ুন।
প্রশ্ন- বিগত ১০ম থেকে ৪০তম বিসিএস এর সকল Synonym এবং Antonym জানতে চাই।
উত্তরঃ বিস্তারিত দেখুন এখানে।
প্রশ্ন- ১০ম থেকে ৩৭তম বিসিএস লিখিত বাংলা পরীক্ষার উত্তরসহ ১৫০টি প্রশ্নাবলী দেওয়া যাবে?
উত্তর- বিস্তারিত দেখুন এখানে।