ডিটেইলিং নিয়ে আমাদের আগের পোস্টটায় আপনাদের সতঃস্ফূর্ত সাড়া পেয়েছিলাম। তাই একই ধরনের আরেকটি চোখের খেলা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম! নিয়ম সেই আগের মতই – পাশাপাশি (কিংবা উপরে-নিচে) দুটো ছবি দেয়া থাকবে। ছবিগুলোর মাঝে খুব সূক্ষ কিছু, ভালো করে খেয়াল না করলে ধরা যায় না – এমন কিছু পার্থক্য থাকবে। আপনাদেরকে সেই পার্থক্যগুলো খুঁজে বের করতে হবে।
গতবারের চেয়ে এইবারের পর্বে খানিকটা পরিবর্তন এসেছে। এইবারের পর্বে আপনাকে নির্দিষ্ট করে দেয়া হবে ছবি দুইটির মাঝে ঠিক কতটি পার্থক্য বের করতে হবে, যেটা গত পর্বে ছিল না। তাহলে আর দেরি কেন? চলুন শুরু করে দেয়া যাক!
০১
এই দুটো ছবির মাঝে তিনটি পার্থক্য খুঁজে বের করুন
০২
এই দুটো ছবির মাঝেও তিনটি পার্থক্য খুঁজে বের করুন
০৩
এখান থেকেও বের করতে হবে তিনটি পার্থক্য
০৪
এই দুটো ছবির মাঝে পার্থক্য খুঁজে বের করুন দুইটি
০৫
এখান থেকে আবার বের করতে হবে তিনটি পার্থক্য
০৬
এখান থেকেও বের করতে হবে তিনটি পার্থক্য
০৭
এই দুটো ছবির মাঝে পার্থক্য খুঁজে বের করুন চারটি
০৮
এখান থেকেও খুঁজে বের করতে হবে চারটি পার্থক্য
০৯
এই দুটো ছবির মাঝে তিনটি পার্থক্য খুঁজে বের করুন
১০
এই দুটো ছবির মাঝে পার্থক্য বের করুন মাত্র একটি
বোনাস
এমা ওয়াটসনের এই দুই ফ্রেমের মাঝে পার্থক্য বের করুন তিনটি
প্রতিটি ছবিতেই এক/দুইটি পার্থক্য খুব সহজেই আপনার চোখে ধরা পড়বে! খুঁজে বের করতে হবে বাকি যেগুলো প্রথমে ধরা পড়বে না, সেগুলো। পারা গেছে সব? মনে হয়না! চলুন উত্তরগুলো দেখে আসি এই বার-
০১
০২
০৩
০৪
০৫
০৬
০৭
০৮
০৯
১০
বোনাস
ছবি কৃতজ্ঞতাঃ ইন্টারনেট।