জীবনের জন্মঃ ভ্রুণ থেকে একটি পূর্ণাঙ্গ মানবদেহে পরিণত হওয়ার বিস্ময়কর যাত্রা!

ফটোগ্রাফার লেনার্ট নিলসন তার জীবনের বহু বছর কাটিয়ে দিয়েছেন মানব ভ্রূণের বেড়ে ওঠাকে ক্যামেরাবন্দী করার জন্য। ভ্রূণ থেকে একটি পূর্ণাঙ্গ মানবদেহে পরিণত হওয়াকে স্পষ্ট ছবির মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছেন। ১৯৬৫ সালে তিনি লাইফ ম্যাগাজিনে এই বিষয়ের উপর ১৬ পৃষ্ঠার একটি প্রবন্ধ প্রকাশ করেন। আর এতেই রাতারাতি বিশ্বে তিনি পরিচিতি লাভ করেন।

ফোটোগ্রাফার লেনার্ট নিলসন 

এই ভ্রুণের ছবি তোলার জন্য নিলসনকে কিন্তু কম কাঠখড় পোড়াতে হয়নি। তিনি তার সবচেয়ে পারফেক্ট ছবিটি তুলতে পেরেছিলেন একটি সাইটোস্কোপের সাহায্যে। তিনি একটি সাইটোস্কোপ, ন্যানো ক্যামেরা, ও তার সাথে একটি ক্ষুদ্র লাইট লাগিয়ে সেটাকে একজন গর্ভবতী মায়ের গর্ভে স্থাপন করেন তার ভ্রূণটির দিকে নজর রাখার জন্য। সাইটোস্কোপ হচ্ছে একটি মেডিকেল ইন্সট্রুমেন্ট যা মানবদেহের ব্লাডারের পরীক্ষণের জন্য ব্যবহার করা হয়। তার এই চেষ্টার জন্য মানুষ প্রথমবারের মতো একটি ভ্রুণের বেড়ে ওঠা দেখতে পায়।

দেখুন একটি জীবনের একটু একটু করে বেড়ে ওঠার যাত্রা!

সবচেয়ে দ্রুতগতিসম্পন্ন শুক্রাণুটি এগিয়ে যাচ্ছে ডিম্বাণুর দিকে।blank

ডিম্বাণু
blank

সেই আকাঙ্ক্ষিত মুহূর্ত!

blank

পিতার আরো অন্য ২০০ মিলিয়ন শুক্রাণুকে পরাজিত করে বিজয়ী শুক্রাণুটি প্রবেশ করছে মায়ের ডিম্বাণুতে।blank

শুক্রাণুর এই চোখা মাথাটি বহন করছে সকল জেনেটিক বৈশিষ্ট্য।

blank

এক সপ্তাহ পর, নিষিক্ত ডিম্বাণুটি তথা ভ্রুণটি ফেলোপিয়ান টিউবের মধ্য দিয়ে ভাসতে ভাসতে নিচে গর্ভে নেমে আসে।

blank

 

আরো একসপ্তাহ পর, ভ্রূণটি ইউটেরাসের দেয়ালের সাথে লেগে যায়।

blank

২২ দিন বয়সী ভ্রুণ। এর ধূসর অংশটি একসময় হবে শিশুর মস্তিষ্ক।

blank

১৮ দিন থেকে শুরু হবে তার হার্টবিট।

blank

নিষিক্তকরণের ২৮ দিন পর।blank

৫ সপ্তাহ পর। ভ্রূণটি এখন ৯ মিলিমিটার লম্বা। চোখ, নাক ও মুখের ছিদ্র তৈরি হয়েছে।

blank

৪০ দিন পর। ভ্রুণ এখন প্লাসেন্টা দ্বারা ইউটেরাসের সাথে যুক্ত।

blank

৮ সপ্তাহ পরblank

১০ সপ্তাহ পর। চোখের পাতা অর্ধেক তৈরি হয়েছে। কিছুদিনের মাঝেই পুরোপুরি তৈরি হয়ে যাবেblank

১০ সপ্তাহের মাঝেই ভ্রুণটি নিজের হাত নেড়ে তার পারিপার্শ্বিক অবস্থা সমন্ধে ধারণা নিতে পারবেblank

১৬ সপ্তাহblank

রক্তবাহী নালীগুলো দেখা যাচ্ছেblank

১৮ সপ্তাহ। ভ্রুণটি এখন বাইরের আওয়াজ শুনতে পাবেblank

১৯ সপ্তাহ

blank

২০ সপ্তাহ। ভ্রুণটি এখন ২০ সেন্টিমিটার লম্বা। মাথায় চুল গজানো শুরু হবে।blank

২৪ সপ্তাহblank

৬ মাসblank

৩৬ সপ্তাহ, এক মাস পরেই সে একজন পূর্ণাঙ্গ মানবশিশুরূপে জন্ম গ্রহণ করবে

blank

ফোটোগ্রাফার লেনার্ট নিলসন : Lennart_Nilsson